Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাগতম নতুন বছর ২০১৪

: | : ৩১/১২/২০১৩

নুতুন বছর ২০১৪
কার কেমন যাবে
তোমার আমার
দেশের এই মটির
জনগনের?

প্রশ্ন টা বিরাট প্রশ্নবোধক
চিহ্ন হয়ে বিদ্যমান।
দেখা যাচ্ছেনা এখনও
যদি ও তেমন সম্ভাবনা।

আশা নিরাশায়
দৌদূল্যমান জনগন
আমরা আশা করছি
এখন ও করব।
স্বপ্ন দেখছি
এক সুন্দর আগামী দিনের।

বছরের ১২টি মাস,
ছয়টি ঋতু, ৫২
সপ্তাহ, ৩৬৫ দিন,
আট হাজার ৭৬০ ঘন্টা,
৫ লাখ ২৫ হাজার ৬০০ মিনিট
তিন কোটি ১৫ লাখ ৩৬ হাজার সেকেন্ড

হতে পারে অপার সম্ভাবনার
যদি সবাই বদলে যাই
ভূলে যাই যা ছিল বিরোধ
নিজেদের আবদ্ধ করি
নুতুন সম্প্রীতি ভালবাসায়।

এক নুতুন দেশ
গড়ার আহবানে ।
সুন্দর কলুসমুক্ত
গনতান্ত্রিক রাজনীতি
তরুন ও প্রজন্মের মাঝে।

(বছরের ১২টি মাস,ছয়টি ঋতু, ৫২ সপ্তাহ, ৩৬৫ দিন,আট হাজার ৭৬০ ঘন্টা,৫ লাখ ২৫ হাজার ৬০০ মিনিট তিন কোটি ১৫ লাখ ৩৬ হাজার সেকেন্ড।এই অংশটুকু ক্যালকুলেশান সম্পাদক আনোয়ার ভাইয়ের লেখা থেকে নেওয়া)ধন্যবাদ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top