Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন পূরণ

: | : ২১/০৬/২০১৩

তাকে কোনদিন জিজ্ঞেস করা হয়নি, নারীটি ভাবে।
‘এই, তুমি আমাকে ভালবাস নাকি?’
কেটেছে বছরের পর বছর,
গ্রন্থি হতে
গ্রন্থির স্পন্দন
প্রবাহিত হয়েছে দিনের পর দিন।
তবুও মনের মধ্যে তৃষ্ণা বেড়েছে সেই প্রশ্ন শোনার।

কিন্তু তাকেও বলা হয়নি কোনদিন, যে কথার বানীতে
দিনের পর দিন মালা গেঁথেছে সে।
ঢেলেছে চন্দনের ঘ্রান।
আর যখন
চন্দ্রিমা এসে
হানা দিয়েছে জানালা দিয়ে ঘরে,
মনের মধ্যে চিৎকার তুলেছে স্বপ্নগুলো।
না, সেদিনও হয় নি তার ভালবাসার বানীর আসর তার ঘরে।

তারপর একদিন হঠাৎ করে বিদায়ের ঘন্টা বাজে।
আজিকে হৃদপিন্ডের রক্তের উৎপাদন বন্ধ হয়েছে তার;
মনে মনে বলে সে তার প্রিয় কথা গুলো এবার না হয়
বানী  হয়ে বাজুক বাতাসে বাতাসে। তার  আনন্দের ছবি
ভাসুক এবার আকাশে আকাশে। তেমনই হয়, তার দেহ, মন
স্বপন, তৃষা কোমল খাটে ঘুমায় এবার, ঘোরতর স্বপ্নহীন ভাবে।

তারপর একদিন সেই পুরুষ আসে ঝরের গতিতে সবকিছু কাঁপিয়ে;
চিৎকার করে বলে, কেন চলে যাচ্ছ তুমি, কেন ছেড়ে যাচ্ছ আমারে,
তুমি কি ভালবাসনা আমারে? এ কথা শুনে মুছে যাওয়া চোখের কাজল
ফিরে আসে যেন। চেয়ে থাকে নারী প্রিয়ের দিকে। বলতে চায় কতশত কথা;
ভালবাসি, ভালবাসি, ভালবাসি বলিতে চায় বারবার। কিন্তু কোন শব্দই ধ্বনিত
হয় না তার মুখ দিয়ে। শুধু গাল বেয়ে নামে ঝর্ণার ধারা যে ধারা জানে তার শেষ।
২০.০৬.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top