ঐ যে আকাশ কালো মেঘে অন্ধকার কোথায় যেন বড় কষ্ট পৃথিবী! তোমার কি মন খারাপ?
এই যে মেঘের তীব্র গর্জন কোথায় যেন যন্ত্রণা পৃথিবী! তোমার কেন আজ আর্তনাদ?
অঝোর ধারায় নামছে বৃষ্টি কেন এতো কান্না তোমার পৃথিবী! কে তোমায় দিয়েছে আঘাত?