Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্লগের মানোন্নয়নের জন্য ক‘টি পরামর্শ

: | : ২১/০৬/২০১৩

নতুন এ ব্লগটির মানোন্নয়নে কয়েকটি কথা বলতে চাই। কথাগুলো সম্পাদকের সাথে সাথে ব্লগাররাও বিবেচনা করলে ব্লগটির স্বকীয়তা তৈরি হবে।

ব্লগটি সাহিত্য-নির্ভর বলেই লেখকদের আবশ্যিকভাবে সাহিত্য সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকা জরুরী। আর সেজন্য প্রয়োজন পর্যাপ্ত পাঠাভ্যাস। আমি সবাইকে এতে অভ্যস্ত হতে বলি।

মন্তব্যের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতার প্রয়োগ করতে হবে। কেন একটি লেখা ভালো বা মন্দ তার স্পষ্ট পর্যালোচনা উপস্থাপন করা লেখকের জন্য দরকারি। মন্দ বা মানসম্মত নয় এরূপ লেখাকে উৎসাহ প্রদান করা থেকে বিরত থাকতে হবে। মোদ্দা কথা মন্তব্য সুচিন্তিত ও বিবেচনাপ্রসূত হওয়া বাঞ্ছনীয়।

পোস্ট এবং মন্তব্য-সংখ্যা প্রতিযোগিতার নির্ধারক হিসেবে নির্ধারণ কতটা যথাযথ হয়েছে তা পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা আমি উপলব্ধি করছি। সম্পাদক ভেবে দেখতে পারেন। সভ্যদেরও মতামত নেয়া যেতে পারে।

সেরা পোস্ট/লেখা, সেরা মন্তব্য নির্বাচনের একটি নিখুঁত প্রক্রিয়া প্রণয়ন ও তার বাস্তবায়ন কি খুব কঠিন?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top