আসেন আজ একটু গপ সপ করি মানে একটু আড্ডাই (আজাইরা প্যাচাল)
চলন্তিকার সাথে তিনচার মাস ধরে আছি । আসলে আমির ভাইয়ের কথাই ঠিক । যাদু মন্ত্রের মত ধরে রাখতে চলন্তিকার জুড়ি নাই । আমি জানি এবং ভালভাবেই আমাকে চিনি যে আমি এত ভাল মানের লেখক নই । আর কবি বা লেখক কিছুই হতে চাই না । অক্ষর বৃত্ত ছন্দ বৃত্ত, ছন্দ এসব ধার আমি ধারিনা কখনো । আমি জানি কবিতা লেখা এত সহজ নয় । আমার মাথায় কবিতা লেখার জ্ঞান খুবই সীমিত । যা দিয়ে কিছু ভাল লেখা সম্ভব নাই । মাথায় বিশাল শব্দের ভান্ডারও নেই । আমার স্বভাবটাই এলোমেলো যখন যা মন চায় লিখি আর পোষ্ট করে দেই । আমার লেখাগুলো বেশীর ভাগই মোবাইলে লেখা । আমি যা লিখি সব রাতের বেলা লিখি । কখনো চলন্তিকায় মোবাইলেই পোষ্ট দেই তাই পোষ্ট এলোমেলো হয়ে যায় অনেক সময় । যা পাঠকের পড়তে অসুবিধা হয় । আমার এই অলেখাকেই সবাই সম্মানের সাথে গ্রহণ করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ । আসলে যাই লিখি না কেন তাতে যদি মন্তব্য আসে খুব ভাল লাগে আত্মায় শান্তি আনে । সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণাও জোগায় ।
যাই হোক এবার আসি ব্যক্তিগত জীবনে । আমি বাংলাদেশ ব্যাংকে আছি তা আমার প্রোফাইলেই লেখা আছে । আমার বড় ছেলে তা-সীন এবার ফাইভে উঠেছে । আর ছোটটা তা-মীম এবার শিশু শ্রেণীতে ভর্তি করিয়েছি । দুই ছেলেকে রেখে সারাদিন অফিসেই সময় কাটে তাই হয়তো চলন্তিকাকে বেশী সময় দিতে পারি । তবে মনটা খারাপ হয় বাচ্চাদের সময়ই দিতে পারলাম না ।
তা-সীন বলে মা, সবার মা স্কুলে আসে শুধু আমার মা-ই আমার সাথে আসে না । তারপর আবার বলে মা, তুমি চাকুরী কর আমার খুব ভাল লাগে । সবাইকে বলতে পারি আমার ব্যাংকে চাকুরী করে । তা-সীন দু:খ আর গর্ব দুইটাই বুঝে । শুনে আমার খুব ভাল লাগে । তবে ছোটটা এখনো সকাল বেলা রেডী হতে দেখলে মেজাজ যারপর নাই খারাপ হয়ে যায় । আমার বরও বাংলাদেশ ব্যাংকেই আছেন । তিনি ইডি স্যারের সাথে আছেন বিধায় বাচ্চাদের একটু বেশী সময় দিতে পারেন । সকালে কোন কোন দিন ওদের খাওয়ায়ে অফিসে আসেন আবার বিকালে তাড়াতাড়ি ফিরেন । এদিক থেকে আল্লাহর রহমতে অনেকটা সাপোর্ট পাই । যাই হোক সময় চলে যাবে বাচ্চারাও বড় হয়ে যাবে হয়তো তখন মা বাবা প্রয়োজনীয়তা বেশী থাকবে না । এটাই নিয়ম ।
আমি বাসায় বাচ্চাদের সাথে অনেক মজা করি । আমার মনেই হয় না বয়স বাড়ছে । এখনো যে ছোটবেলার দুষ্টুমিগুলো বাচ্চাদের সাথে করে মজা পাই । ওরাও খুব মজা পায় । জীবনটা মাত্র কয়েকদিনের কেন দু:খকেই সাথী করে বাঁচব আর বয়সও বাড়তে দিব না আমি মন থেকে এভারগ্রীন থাকতে চাই এবং থাকিও অবশ্য আমার জামাই একটু ভারি তিরি মানুষ । উনি প্রয়োজনের অতিরিক্ত বাস্তববাদী আর আমি উল্টা কল্পনাবিলাসী । আর এমন থাকতেই আমি ভালবাসি । আমি উনাকে যারপর নাই ভয় পাই । কারণ আমার দুষ্টামীগুলো পছন্দ করেন না । এটাও স্বাভাবিক । সবাই এক রকম হবে তাতো না । যে যার মত ।
চলন্তিকায় অনেকের কথা জানি না । কে কি করে কোথায় জব করে । আমি আশা করছি আমার মত করে সবাই এখানে কমেন্টে শেয়ার করবেন । আর মজার মজার আলোচনা করবেন যাতে করে আমরা সবাই একটু আনন্দে সময় পার করতে পারি । আর আরজু আপি তোমার ফেবু আইডিটা চাই কিন্তু ।
অনেক প্যাচাল করলাম । পরে কমেন্টে আরো বলব । আপনাদের যদি আমাকে নিয়ে কোন প্রশ্ন থাকে তবে জিগ্যেস করতে পারেন । আমিও মনে হলেই জিগ্যেস করব । ওকে এবার চা খাওয়ান গলা ভেঙ্গে গেছে বক বক করতে করতে । আল্লাহ হাফেজ । সবার ভাল থাকার, সুস্থ থাকার, সুন্দর আর নিরাপদে থাকার কামনা করে শেষ করছি ।