Top today
শৃগালের অট্টহাসি
শৃগালের অট্ট হাসি
একদা একটি বনে ছিল
বন্য শৃগাল কুকুরের আবাস,
সিংহ বাঘ বাদে বনে ছিল
অন্য পশু আর যে পাতিহাঁস।
বনের সব কর্তৃত্ব ফলাতে
তাদের হয় যে দলাদলি,
সেই যে এক দ্বন্দ যুগের পর যুগ
হলোনা তো আর কোলাকোলি।
এক দলের নেতা ধূর্ত শৃগাল
অন্য দলে জন সেবক কুকুর,
কুটিলতাহীন সরল কুকুর
জন সেবায় কাটায় দিন দুপুর।
সিদ্ধান্ত নির্বাচনে জিতে
ক্ষমতা যাবে জিতের হাতে,
সরল কুকুর সেই চাল না বুঝে
অমনি রাজি হয়ে যায় তাতে।
চলে প্রচারণা দিবা রাত
জন স্রোত হয় কুকুরের পাশে,
জন বিচ্ছিন্ন কুটিল শৃগাল
তা দেখে মুচকি মুচকি হাসে।
নির্বাচনে হেড়ে যায় জন মত
ষড়যন্ত্রে জয়ী হয় শৃগাল,
তা দেখে বিস্মিত সারা বন
পশু পাখি আর ছোট্ট পিয়াল।
এবার দেখবো জন প্রীতি তোর
হুংকারে শৃগাল অট্ট হাসি
সেবার দায়ে কুকুরের গলায়
দেখ, পড়লোরে মরণ ফাঁসি। ।