Top today
নদী-ঝর্না-পাহাড় এসবই আমি দেখবো…….
আমি দেখতে চাই না
তোমার অবজ্ঞাভরা বাঁকা হাসি
তার চেয়ে দেখতে চাই
সমুদ্রের বিশাল ঝিলমিল নীল জলরাশি ।
সমদ্র দেখিনি তো
তাই দু:খ টাও সহস্র বিন্দু
তোমার দেয়া অবহেলার শংখশব্দের চেয়ে
ঢের ভাল বিশাল গর্জনের ওই সিন্ধু ।
আমি চাইনা তোমার
দেয়া অপমানের জ্বালা
তার চেয়ে ভীষণ ইচ্ছে জাগে দেখতে
সুউচ্চ পর্বতমালা ।
কখনো দেখিনি তো
ওই সুউচ্চ পর্বত শীর্ষ
তোমার দেয়া সব কিছুই
মনে হয় ঐ পর্বতের কাছে হবে তুচ্ছ ।
ছুঁয়ে দেখিনি কখনো
কলকল বেয়ে চলা ঝর্ণাধারা
তোমার অনুভূতিহীন ছোঁয়ার চেয়ে
ঝর্ণাধারার শীতল স্পর্শে
তনোমনকে দেবে অধিক নাড়া ।
আফসোস কেন দেখিনি আমি
পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণাধারা
পাহাড় নদী ঝর্ণা এসবই আমার প্রিয়
দেখতে চাই না তোমার ২৪ ঘন্টা
জুড়ে থাকা মেজাজ চড়া ।
বল কেন থাকবে না আক্ষেপ
ঐসব দেখার ……
নদী-ঝর্না-পাহাড় এসবই আমি দেখবো
কেন দেখবো না, বলতে পারো?