Top today
আজ ২১ জুন রুদ্রের প্রয়াণ-দিবস
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়কালে যে কজন কবি শিল্প ও জীবনাচারকে একই সূত্রে গ্রথিত করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ অন্যতম। তাঁকে দ্রোহ ও প্রেমের কবি হিসেবে চিহ্নিত করেছেন কাব্য-বোদ্ধারা। ১৯৯১ এর আজকের এ দিনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ না-ফেরার দেশে যাত্রা করেন।
এ দিনে তাঁকে আকাশের ঠিকানায় চিঠি লিখে জানাতে চাই-
ভালো আছি, ভালো থেকো,
.. .. .. .. .. ..
.. .. .. .. .. ..
.. .. .. .. .. ..
(আমাদের) ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।