Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পিঠাপুলির জেফত দিলাম

: | : ০৩/০১/২০১৪

পিঠাপুলির জেফত দিলাম
আঙ্গ বাইত আইয়ো
বিছায়ে দিমু গরমপাটি
আরাম কইরা বইয়ো

আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
হরেক রকম পিঠা দিমু
আশ মিটাইয়া খাইতে

চিড়া-মুড়ি-দধি দিমু
টাটকা খেজুর রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে

দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালো রে
দেখলে মেমান টেনে নেবে
মুখটা করে আলো রে

জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আওয়ার বেলা যেমন তেমন
আমার ইচ্ছায় যাইয়ো

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top