Top today
আমার মামী
মামা মোদের বাড়ি এসে
মিষ্টি কথা কয়,
মামার বাড়ি গেলে মামী
গাল ফুলিয়ে রয় ।
রুমু ঝুমু বলে বুবু
একটা দিন থাকো,
তোমার আম্মু রাগ করেছে
আর আসব নাকো ।
ঝুমুর মামা আসলে মামী
হাসি খুশী রয়,
মোরা কভু এলেই মামীর
মুখটি কালো হয় । ।