Top today
মা’তোর বদণখানি মলিণ-(২)…..
আমরা যারা জ্ঞানী-গুণি সবই জানি,
মলিণ কেন মা’য়ের শুভ্র বদনখানি ?
অহিংসা আর ক্ষমা ধর্মের মূলনীতি,
চলছি কেন মেনে সদা ভুলরীতি ?
আমরা যদি শান্তি চাই সত্যিকারে,
নির্বাসন দেই ‘জিদ’ নামক দত্যিটারে
সন্ত্রাসে ‘মানবাধিকার’ বিনাশ হয় ,
হিংসায় শুধু হিংস্রতার বিকাশ হয় ৷
সবাই মানি ‘রাগ’ করাটা হেরে যাওয়া,
যাবেনাতো এইযে সুদিন ফিরে পাওয়া ৷
আজকে সময় শত্রুরেযে বন্ধু ভাবার ,
সবারে আজ সাথে নিয়ে এগিয়ে যাবার ৷
দিতে হবে বিশাল স্বার্থ বিসর্জন,
না হলেতো বিলীণ হবে সব অর্জন ৷
খেলা ছেড়ে মা’য়ের কোলে ছুটে আসি ,
সত্যিকারে মা’কে যদি ভালবাসি* ৷৷
( * আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি … )
———-