Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নরানী

: | : ০৩/০১/২০১৪

মায়াভরা চোখে দেখেছি তোমাকে,

তুমি অনন্যা; আমার স্বপ্নরানী।

হৃদয়ের কত কথা!! ঘুমের মাঝে স্বপ্নে দেখা

মনে মন রেখে কল্পনায়,

এ বুকে তোমার ছবি আঁকা।

শুরু নেই শেষ নেই অসীম এ পথে-

হাতে হাত রেখে শুধু তোমার সাথে।

অবুঝ আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ,

ঐ দূরে মিশে গেছে হৃদয়ের সব আবেগ।

তুমি বৃষ্টিতে ভিজে মেতেছ নিজেকে নিয়ে

অপলকভাবে দেখেছি তোমাকে এ হৃদয় দিয়ে।

ভেজা শরীর, তপ্ত মন; নেশাভরা চোখ,

আমি আমার কাছে হেরে গেছি-

তোমার কাছে আমায় হারিয়ে ফেলেছি।

আকুলতা-ব্যাকুলতা আহাকারে ভরা এ অধর

ঝড়ো হাওয়ায় করছে শুধু থরথর!

আমি নিশ্চুপ, নির্বাক, মুগ্ধ হয়ে,

স্বপ্নলোকে ভাবছি শুধু তোমায় নিয়ে।

একটি বাগানের একটি ফুল,

আমি চাই; যদিও হয় সেটা ভুল।

কাঁটার আঘাতে যদি হয় এ মন ক্ষত

হাসিমুখে তবুও থাকবো, তোমার প্রতি নত।

তোমার মাঝে কি যে পেয়েছি, কি যে আছে জাদু!

অচেনা দ্বীপে, মনে রংধনু এঁকে, রাঙাবো তোমায়,

পাগলামির মাঝে তোমার কাছে বিকিয়ে দেব আমায়।

সাগরের নদী, ছলছল আঁখি

তোমার পায়ের নূপুরের শব্দ, চারিদিক স্তব্ধ

তুমি চাঁদের জোছনা, রাতের জোনাকি।

তুমি দিগন্ত, আমাকে করেছো অশান্ত

তুমি বিহীন আমি বড় অনুভূতিহীন।

তুমি অম্লান, তোমার প্রতি নিজেকে করেছি সমর্পণ।

আমার বিসর্জন, চেতনা; তোমায় ছাড়া কিছুই ভাবতে পারিনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top