ভালবাসা

জীবন যেথায় যুদ্ধ সেথায়
ঢেউ তরঙ্গ ভালবাসায়,
কাপন তোলা দুটি হৃদয়
শীত শিহরণ পাতলা কাঁথায়
কাছে টানে আপন নেশায়।
হঠাৎ থামা কাপন দোলা
ক্ষান্ত বলা, ক্লান্ত গলা
দুজন আবার দু’দিক চলা
নীলাকাশে তারা মেলা
চাঁদের হাসি সন্ধ্যা বেলা ।
আলিঙ্গনের মহা সুখে
আলোর পরশ আসে মুখে ।