আমার নাকি ভুতের ব্যারাম
ভূমিকা: এই কবিতাটি লিখছি আমার মেজাজী একরোখা স্বভাবের কথা বর্ননা করার জন্য।বাহির থেকে সবাই আমাকে সোশ্যাল হাসিখুশী মনে করলে ও আমার প্রিয়জনদের চোখে আমার একটা বড় দোষ আছে তারা বলে আমি নিজের ইচ্ছায় চলি।কাওকে নাকি কেয়ার করিনা।আমার সবপ্রিয়জনদের সঙ্গে কিছুটা দুরের সম্পর্ক এই স্বভাবের কারনে।আমি মনে করি এটা আমার সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা।আমি সত্যের পথে আপোষহীন অনমনীয় থাকতে চাই।এই অনমনীয় ভাব নিয়ে কবিতাটি লিখা ।
================================================================================================================
হাই হাই
বলছ না কেন
হাই
তাই তাই
বলছি আমি
বাই ।
আমার নাকি
ভুতের ব্যারাম
খাটছি যত
ভুতের ব্যাগার ।
টিকা টিপ্পনী
কাটে সবাই
কানা কানি
সবাই কয় ।
ধার ধারিনা
ধার ধারিনা
কারোর আমি
ধার ধারিনা ।
মন্ত্রী প্রজা
উজির নাজির
তোমাকে আমি
দিব লেস্সন ।
করব নাশ
বদ বোধের
যদি না হও
সত্য তুমি
যদি না হও
সৎ তুমি ।
এক থাপ্পরে
বলব আমি
দূর হও তুমি
বাই বাই
আর নাই সম্পর্ক
হাই হাই ।