মামা ভাগ্নে আলাপ চারিতা:
মামা ভাগ্নে আলাপ চারিতা:
ভাগ্নে : কানিত কান্তের কনিষ্ঠ কন্যা কাকলি কহিল-কাকা, কাকে কেন কা-কা করে ডাকে ?
মামা : কোকিল ডাকে কুহু কুহু,গরু ডাকে হাম্বা,তুমি আমার ভাগ্নে বিধায় ডাক আমায় মাম্মা
ভাগ্নে বলতো ঢাকা কেন ফাকা ? বলতে পাড়লে বলে দিব কাকে কেন করে কা-কা ।
ভাগ্নে : মামা তুমি একটা বোকা,ঢাকার ছেলেরা গাড়ি ভাঙ্গার পোকা।
মামা : ও তাই বুঝি গাড়ি রাখছে সব ঘরে ? গাড়ির আশায় দাড়িয়ে ছিলাম চার ঘন্টা ধরে ।
ভাগ্নে : ঠিক ধরেছে মামায়, গাড়ি যখন রাস্তায় নামায় ধরে আর পোড়ে ।
মামা : পুলিশ,আনসার,বিজিবি,র্যাব,আর্মি,আবার তাদের কর্মি ঘোরে রাস্তার মোরে মোরে
ভাগ্নে তারা কি কাজ করে ?
ভাগ্নে : বুঝবা মামা তখন তোমায় নিয়ে যাবে যখন,ভরবে নিয়ে ঘরে, কি কাজ তারা করে ।
মামা : কি বলিস ছাঁই, তাদের অন্য কাজ নাই ? রাস্তার দুই ধারের বড় বড় গাছ কেটে করছে সব সাফ,নাই তাদের বাপ ?
ভাগ্নে : শত শত মানুষ মরে নাই কোন হিসাব,তুমি গাছ নিয়ে খালি খালি করছ বিলাপ।
মামা: ভাগ্নে তুই যা আমার মনটা খারাপ করলি, আমি একটা চিঠি লিখব।
ভাগ্নে : আচ্ছা মামা, তোমার পকেটে একটা কাগজ পেলাম এটা কার ?
মামা: কি লেখা আছে পড়।
চলবে……..