Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মুক্তির চেতনায়……

: | : ০৪/০১/২০১৪

বহু ত্যাগ তিতিক্ষা আর প্রাণের বিনিময়ে হয়েছিল স্বাধীনতা অর্জন
কৃষক, যুবা-তরুণরা যুদ্ধে নেমেছিল করিয়া (করে) গর্জন ।

অর্জিত হয়েছিল লাল-সবুজের পতাকা দীপ্তিময়
বাঙালীরা লড়েছিল ছাড়িয়া (ছেড়ে) প্রাণের ভয় ।

মুক্তিকামী মানুষেরা ছিনিয়ে এনেছিল মুক্তি
সোনার বাংলা, মাতৃভূমির প্রতি ছিল তাদের অটল ভক্তি ।

ভাষা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, পেয়েছি স্বপ্নের বাংলাদেশ
অগ্রানের ভরা ক্ষেত, পাখি ডাকা ভোর, মায়া ভরা গ্রামে ছায়ার আবেশ ।

ঋতুরঙময়ী রুপসী বাংলা, বটের ছায়া, মাটির গন্ধে কেটে যায় ক্লেশ
সবুজ প্রকৃতি আর নদীর কূল, আরও কত রূপ, রূপের কথা বলে -করা যাবে না শেষ ।

কিন্তু ৪২ বৎসর পেড়িয়েও স্বাধীনতার স্বপ্ন হয়নি বাস্তব
ক্ষমতা পরিবর্তন আর স্বার্থ নিয়ে মেতেছে সবে,
হতে পারেনি কেউ মার্তৃভুমির বান্ধব ।

অবৈধ প্রভাব খাটিয়ে মেতেছে মানুষ ক্ষমতাধর হওয়ার প্রতিযোগিতায়
কল্যানমুখী রাজনীতি কলুষিত হয়ে সাক্ষী হয়েছে ইতিহাসের পাতায় ।

সমাজের অলিগলিতে উচ্ছৃঙ্খলতার ভয়াবহ কলঙ্ক-স্বাক্ষর
দেখে কাঁদে আমার বর্নমালার অ আ ক খ অক্ষর ।

অযথাই – সামান্য কারণেই চলে ভাঙচুর
খুন-খারাপি, রাহাজানি, সন্ত্রাসীতে সমাজ যেন হয়েছে নিষ্ঠুর।

প্রশ্ন জাগে, আমরা কি এই স্বাধীন দেশের দেখেছিলাম স্বপ্ন?
এই কি! আমাদের ইতিহাস আর সভ্যতার মূলমন্ত্র?

সোনার বাংলাকে ঘিরে যে স্বপ্ন তা দিতে পারিনি বাস্তব রূপ দিতে
প্রতিটি মানুষ আজ দায়বদ্ধ, মুক্তি পেতে আমরা কি পারিনা শপথ নিতে?

চল মুক্তির চেতনায় উদ্বেলিত হয়ে দেশের জন্য করি শক্তি দান
বিভেদ-বিচ্ছেদ ভুলে, স্বার্থ চিন্তা বাদ দিলে হবে যে দেশের কল্যাণ ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top