Top today
চিঠি-১
সকালের সোনালী রোদ উকি দিচ্ছিল পূবের জানালয়। (ভাগ্নের হাতে মামার লেখা কাগজটি পড়ছিল।)
তোমার সাথে দেখা নেই মনে হয় যুগ ছুই ছুই,মনের অজান্তেই লিখে ফেললাম দু’কলম তোমার কাছে। পোষ্ট করবো বলে বাইরে বের হলাম, হঠাৎ মনে পড়ল চিঠি খানা আনা হয়নি,ভাবলাম কালকে পোষ্ট করব। পরের দিন রওয়ানা হলাম পোষ্ট অফিসের দিকে সাথে লেখা চিঠি খানা,রাখলাম বুক পকেটে সযতনে। হঠাৎ এক পশলা বৃষ্টি ভিঁজিয়ে দিয়ে গেল সারা গা,ভিঁজল চিঠি খানা ও। একবার ভাবলাম রুমাল দিয়ে মুছে শুকিয়ে পোষ্ট করি আবার ভাবলাম না থাক কালকে আবার নতুন করে লিখব সাথে আজকের বৃষ্টি ভেঁজা স্মৃতিটুকুও শেয়ার করব তোমার সাথে।রাতে পড়ার ফাকে ফাকে লিখেছিলাম কিন্তু সকাল বেলা কোথাও খুঁজে পেলাম না। শার্টের পকেটে নেই,নেই প্যান্টের পকেটে ও। বুয়া ধু্য়ে ফেলেছে নয়ত টোকাই এর পুরাতন কাগজের ঝুলিতে ঠাঁই হয়েছে বা ঠোঙ্গা তৈরির কাজে।
তোমার বাবার বদলির কারণে তোমরা চলে গেলে অন্য জেলায়,ঠিকানা পাবার কোন উপায় ছিলনা তাই আর লেখাও হলনা,হলনা বলা আমার মনের কথাগুলো।
না,আমি তোমাকে ভাল বাসি,তোমাকে ছাড়া আমি বাঁচবনা একথা আমি বলতে চাইনি।ভাল লাগা আর ভাল বাসা এক সূতায় গাঁথা। ভাল লাগে অনেক কিছুই কিন্তু ভাল বাসা কি যায় সব ? না যায় না।
মনে মনে তোমাকে খুঁজি ষ্টেশনে,চলন্ত বাসে। যদি দেখা মেলে দেখা ক্ষনিকের তরে।তুমি যদি সেই আগের মতই থাকো হয়ত এক কাপ চা এক সাথে হবে, হয়ত না করবেনা।
যানিনা তোমার জীবন সঙ্গী তোমার সভাবের হয়েছে কিনা। এক জনমে সব পাওয়া যায়না তবে সেরাটা পাবার বাসনা তো থাকে সকলেরই,তবে তুমি যেখানেই থাক ভাল থাক এই সুপ্ত বাসনা,কামনা আমার অন্তর জুড়ে।
তোমার সাথে দেখা নেই মনে হয় যুগ ছুই ছুই,মনের অজান্তেই লিখে ফেললাম দু’কলম তোমার কাছে। পোষ্ট করবো বলে বাইরে বের হলাম, হঠাৎ মনে পড়ল চিঠি খানা আনা হয়নি,ভাবলাম কালকে পোষ্ট করব। পরের দিন রওয়ানা হলাম পোষ্ট অফিসের দিকে সাথে লেখা চিঠি খানা,রাখলাম বুক পকেটে সযতনে। হঠাৎ এক পশলা বৃষ্টি ভিঁজিয়ে দিয়ে গেল সারা গা,ভিঁজল চিঠি খানা ও। একবার ভাবলাম রুমাল দিয়ে মুছে শুকিয়ে পোষ্ট করি আবার ভাবলাম না থাক কালকে আবার নতুন করে লিখব সাথে আজকের বৃষ্টি ভেঁজা স্মৃতিটুকুও শেয়ার করব তোমার সাথে।রাতে পড়ার ফাকে ফাকে লিখেছিলাম কিন্তু সকাল বেলা কোথাও খুঁজে পেলাম না। শার্টের পকেটে নেই,নেই প্যান্টের পকেটে ও। বুয়া ধু্য়ে ফেলেছে নয়ত টোকাই এর পুরাতন কাগজের ঝুলিতে ঠাঁই হয়েছে বা ঠোঙ্গা তৈরির কাজে।
তোমার বাবার বদলির কারণে তোমরা চলে গেলে অন্য জেলায়,ঠিকানা পাবার কোন উপায় ছিলনা তাই আর লেখাও হলনা,হলনা বলা আমার মনের কথাগুলো।
না,আমি তোমাকে ভাল বাসি,তোমাকে ছাড়া আমি বাঁচবনা একথা আমি বলতে চাইনি।ভাল লাগা আর ভাল বাসা এক সূতায় গাঁথা। ভাল লাগে অনেক কিছুই কিন্তু ভাল বাসা কি যায় সব ? না যায় না।
মনে মনে তোমাকে খুঁজি ষ্টেশনে,চলন্ত বাসে। যদি দেখা মেলে দেখা ক্ষনিকের তরে।তুমি যদি সেই আগের মতই থাকো হয়ত এক কাপ চা এক সাথে হবে, হয়ত না করবেনা।
যানিনা তোমার জীবন সঙ্গী তোমার সভাবের হয়েছে কিনা। এক জনমে সব পাওয়া যায়না তবে সেরাটা পাবার বাসনা তো থাকে সকলেরই,তবে তুমি যেখানেই থাক ভাল থাক এই সুপ্ত বাসনা,কামনা আমার অন্তর জুড়ে।