Top today
আলোক ধাঁধাঁ
আমি প্রতিদিন নতুন আলোয়ে নতুন রঙে নিজেকে সাজাই ।
ভোর বেলার স্নিগ্ধ আলোয়ে নিজেকে মাতাই,
পড়ন্ত বেলার পাগলা হাওয়ায় নিজেকে দোলাই ।
খেলার ছলে মাঝে মাঝে আলোকে হারাই ।
মাঝে মাঝে নিজেই হারিয়ে যাই আলোক ধাঁদায় ।
আশার আলো আমাকে ঘর বাঁধতে শেখায় ।
মরীচিকা সে ঘরকে ঠেলে দেয় ধ্বংস লীলার মাঝে ।
দিনের আলো আমাকে হাসায় রাতের আলো আমাকে কাঁদায় ।
মাঝ রাতে শিয়ালের ডাকা ডাকি ,
শেষ রাতে পাখিদের কণ্ঠে মিষ্টি গান ।
আমার ঘুমকে করে ম্লান ।
আমি পথ হারা এক পথিক,
পথের খোঁজে ছোটা ছুটি করি এদিক সেদিক ।
যেদিকে তাকাই সেদিকে হাহাকার ।
যেখানে যাই সেখানে ভিক্ষা ভিত্তি !!
আমি তরুণদের তরুন , যমের বড় যম ।
মুক্ত পথের পথিক, সুস্থ চিন্তার অগ্রদুত ।
কাউকে করিনা পরোয়া , ভয়কে করি জয় ।