Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গনতান্ত্রিক অধিকার

: | : ০৫/০১/২০১৪

ঢাকা  শহরে আজ   যান   জট   নে ই

ঘুরে    এলাম   সারা   বেলা,

এমন   সুন্দর   ঢাকা   শহরে

আগেতো  কভু  যায়নি  চলা ।

মা  বলেন   ভয়ে,   বলে  কি   মেয়ে

শহরে   আজি   যাওয়া   মানা,

অবরোধ   মাঝে    হরতাল   চলছে

তু ই,  সে  কথাটিও  জান  না ?

হরতাল   মোদের   গনতান্ত্রিক   অধিকার

বলেন   রাজনীতিক   লোকেরা ,

হরতাল না করাও  যে তার  গন  অধিকার

সে  কথাটি   নিজেরা   মানে  না  ।

আইন  ভেঙ্গে  তাদের, অধিকার   প্রতিষ্ঠা

নহেতো  আইনী   অধিকার ,

আম   জনতা   দেশের   জেগে   উঠবেরে  যখন

তোদের,  করে   দিবে  ছার খার ।

দুষ্টেরা  আর   সন্ত্রাসীরা  তখন   সন্ত্রাস   ছেড়ে

পালাবার   পথ   পাবেনা    খুঁজে ,

সাধারণ   জনতা  যদি,  একদিন  তাদের

নিজ,  অধিকারের  কথা  বুঝে । ।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top