Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এ কোন নীতি

: | : ০৫/০১/২০১৪

আস্থা-নীতির বাঁধনটা আর নেই যেন আজ শক্ত খুব
তাইতো মানুষ নিষ্ঠুরতার ময়লা জলে দিচ্ছে ডুব
মিষ্টি কথার ফুল ধুরিতে বোকার মতো গিলছে টোপ
বুঝেও যেন বুদ্ধিহারা বিবেক চেতন পাচ্ছে লোপ
সুস্থ নিয়ম পাল্টে ফেলে ইচ্ছে মতো চলছে তাই
জীবন যেন রেসের ঘোড়া একটু থামার সময় নাই
সব ডিঙিয়ে আকাশ ছোঁবে এই বুঝি আজ সবার পন
সুযোগ পেলেই রূপ পাল্টায় বেকুব চতুর রসিক জন
দেশ জনতার কথা ভেবে ছাড় দেয় না কোন দল
কেউ বোঝে না কষ্ট পেয়ে ফেলছে কারা চোখের জল
ভোটের আগে মিষ্টি সুরে রুক্ষ মাথায় বুলায় হাত
জেতার পরে মর্জি মেজাজ যায় পাল্টে অকম্মাৎ
বিবর্তনের রথের চাকায় ঘুরছে দিন ও বছর মাস
কেউ বা কাটায় সুখ বিলাসে, হচ্ছে কারো সর্বনাশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top