Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শেফালীর রুপের কথা

: | : ০৫/০১/২০১৪

তুমি সুন্দর শেফালী সত্যিই সুন্দর
বড় রূপের তোমার ঐ দেহো ,
ষখন ই আসো তুমি;আমি চেয়ে থাকি
তোমার রূপের দিকে ফিরে না তাকায়
আছে নাকি ? এ পৃথিবীতে এমন কেহো ।

সে জন্যই হয়তো চেয়ে থাকি তোমার দিকে
তুমি তখনই ভাবো আমায় অপরাধি ,
ফুলকে ভালবাসে সকল মানুষ
ফুল মানুষকে নাহি করে ঘৃনা
সে ও অন-বরোদ ভালবাসে মানুষকে
নিজেকে করে একাকী নির্বোধী ।

মানুষের জন্যই প্রতিনিয়ত ফুল ফোঁটে
সোন্দর্য ও শুগন্ধে ভরিয়ে দেয় মানুষের মন ,
তৃপ্ত করে নেয় নিজেকে ………
তবে কেন মানুষ হয়ে তুমি ভালবাসনা
ভালবেসে মিটাও আমার মনের সাধ
হয়ে শেফালী আমার — প্রিয়জন ।।

********* সমাপ্ত **********
তারিখ : ১১-০২-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top