Top today
শেফালীর রুপের কথা
সে জন্যই হয়তো চেয়ে থাকি তোমার দিকে
তুমি তখনই ভাবো আমায় অপরাধি ,
ফুলকে ভালবাসে সকল মানুষ
ফুল মানুষকে নাহি করে ঘৃনা
সে ও অন-বরোদ ভালবাসে মানুষকে
নিজেকে করে একাকী নির্বোধী ।
মানুষের জন্যই প্রতিনিয়ত ফুল ফোঁটে
সোন্দর্য ও শুগন্ধে ভরিয়ে দেয় মানুষের মন ,
তৃপ্ত করে নেয় নিজেকে ………
তবে কেন মানুষ হয়ে তুমি ভালবাসনা
ভালবেসে মিটাও আমার মনের সাধ
হয়ে শেফালী আমার — প্রিয়জন ।।
********* সমাপ্ত **********
তারিখ : ১১-০২-২০০২ ইং ।
Comments are closed.