Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“দু’টি মুত্যু সংবাদ”

: | : ০৫/০১/২০১৪

এই জাতি উদ্গ্রীব দু’টি মৃত্যু সংবাদ শুনতে
কান খাড়া করে আছে কখন শুনবে সেই সুসংবাদ।
মৃত্যু সে তো শোকের প্রতিশব্দ
তবু এখানে মৃত্যু যেন স্বস্তির সওগাত।
কত বিতৃষ্ণা-ক্ষোভ মিশ্রিত অভিশাপ।
নির্গত হয়েছে কত বদদোয়ার অবিরত তপ্ত বাষ্প।
দু’টি মৃত্যু সংবাদ যেন মধুর বাণী
এই জাতির আজ ফরজ প্রাপ্য।

সন্তান হারানো মায়ের কান্না
পিতার নির্বাক অর্থবোধক ঘৃণা।
বিকলাঙ্গের নিঃশব্দ অশ্রু জল।
অসহায়ের কপালে অনিশ্চয়তার আল্পনা।
অভিশাপের জপমালা হৃদয়ে বেঁধে
যমের দরগায় করেছে মানত।
দু’টি মৃত্যু সংবাদের অপেক্ষায় এই জাতি
শোকের পরিবর্তে মৃত্য যেন আমোদ।

এই জাতি’র ভাগ্য নিয়ে চলছে জুয়া খেলা
এই জাতিকে নিয়ে চলছে বায়ান্ন তাস।
এ জাতি যেন বলির পাঁঠা
এই জাতি’র রক্ত নিয়ে তারা করছে উল্লাস।
নেই কোনো তাদের আফসোস
নেই কোনো এতোটুকু আক্ষেপ।
ধ্বংসের দ্বারপ্রান্তে এই জাতি
তবুও নেই তাদের ভ্রুক্ষেপ।
তারা মশগুল জুয়া খেলায়
বাজি ধরেছে জাতি’র অস্তিত্ব।
বিশ্ব দরবারে আজ হাসির পাত্র
ভুলুণ্ঠিত এই জাতি’র সতীত্ব।

সামনে জলপ্রপাতের খাড়া শেষ প্রান্ত
ধ্বংসের মুখোমুখি এই জাতির তরী।
বৈঠা দখলের নিয়তে লড়ছে দুই মাঝি।
অবজ্ঞায় ঘুরছে জাতি’র মৃত্যু ঘড়ি।

সুতারং দু’টি মুত্যু যেন এই জাতি’র মুক্তির পয়গাম।
দু’টি মুত্যু’তেই এই জাতি’র শান্তির আবাদ।
তাই তো আজ উদ্গ্রীব এই জাতি
কখন শুনবে দু’টি মুত্যু সংবাদ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top