Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ভোট ছড়া

: | : ০৬/০১/২০১৪

হায়রে নির্বাচন
তোর লাগিয়া
কতো মানুষ
করলো অনশন ।

কতো মানুষের
গেলো প্রাণ
তোকে বরণ করতে,
কতো মানুষ
ছুটলো আবার
তোরে ধরতে ।

তোরে নিয়া
বলতে গিয়ে
এতোগুলো কথা,
কারো হাত
কারো পা-
কারো গেলো মাথা ।

ভোটার নাই
ভোট কেন্দ্রে
দেখিলাম ভাই,
ভোট গণনায়
লক্ষ লক্ষ
ভোটের অভাব নাই ।

ডিজিটাল দেশ
ডিজিটাল ভোট
ডিজিটাল নিয়ম নীতি ,
দেশ ডুবলো না
দেশ ভাসলো
কে রাখে সে স্মৃতি ।

******** সমাপ্ত *********
তারিখ :   ০৫-০১-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top