Top today
ভোট
ভোট দিল বউরানী
আমি খেলাম দৌড়ানি
এক জোটের নির্বাচন
অন্য জোটের ভোট বর্জন
হল ভাই কী অর্জন
পশ্ন করে সর্বজন।
জাল ভোটে ছরাছরি
বাক্সে ভরে তারাতারি
কি চমৎকার দিল ভোট
জিতে গেল মহাজোট।
লাইনে দেখি লোকনাই
ভোটের বাক্সে ভোট নাই
ফলাফল লাখ লাখ
আমরা সবাই হতবাক।