Top today
বেঈমান পুরুষ
নিম্ন মধ্যবিও সমাজে পুরুষের মতো বেঈমান আপনি দ্বিতীয়টি খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ । এরা বাবা-মায়ের কাছ হতে প্রান পেয়ে একসময় তারুন্যে প্রবেশ করে এবং সাথে সাথে অভিযাত্রা করে বেঈমানের পৃথিবীতে । এদের শখ আহ্লাদের কমতি থাকে না । থাকে না ভাব স্বভাবের অভাব । ফলে তাকে অচিরেই সংসারে প্রবেশ করতে হয় । কিন্তু আহ্লাদি সংসার আর দায়িত্ব রূজু পরিবারের ঝাঁতাকলে পড়ে এদের ভাব অভাব দূর হতে বেশী সময় নেয় না । এরা পরিবারের কাছে অতিশয় বউ প্রেমিক আর বউয়ের কাছে ন্যায়নিষ্ঠ পরিবার কর্তা হয়ে সুখ অসুখ দুটোই হারায় । জগতের কাছে তখন তার একটাই পরিচয় । বেঈমান । কেননা তার সামর্থ্য তাকে পরিবারের কাছে যেমন তেমনি বউয়ের কাছেও অস্হির লজ্জায় ফেলে দেয় । এই লজ্জা না যায় প্রকাশ করা, না যায় গোপন করা ।
পুরুষের মতো বেঈমান আমাদের সমাজে আর নেই ।