Top today
ভোটের কাব্য
(১)
শতে এক জন ভোট দিয়েছে
নিরানব্বই জন চুপ
বিজয় বাদ্য বাজায় সতী
রাঁধা জ্বালায় ধূপ।
(২)
একে যদি ইলেকশান বলি
সিলেকশান বলবো কাকে
যায়নি তাই ভোটদিতে ভাই
ভোট কি দিব ভোট ডাকাতকে?
(৩)
নিজে প্রার্থী নিজে রেফারী
নিজে ভোটের কান্ডারী
শূন্য মাঠে পূণ্য লাভে
তবু কেন ভোট চুরি ?
(৪)
শূন্য মাঠে ভোটে জিতেছে
বিজয় নাচে বগল বাজায় গাধা
ক’দিন পরে কাসী যাবে
করতে হবে কালো টাকা সাদা।
(৫)
ঐ দেখো ভাই ঐ দেখো
গণতন্ত্রের চরম খেলা
শতে এক ভোটে জয় দেখো
চোর ডাকাতের মেলা।
—————————————