সোহাগের সুন্দর বন পরিবহন এক্সপ্রেস
দ্বিতীয় পর্ব
বাস আবার রওনা করল।জানা গেল ওই লোকের নাম জহির উদ্দিন।তাকে দুই গালে দুই থাপ্পড় তার সাথে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে সজ্ঞানে ফিরিয়ে নিয়ে আসা হল।জ্ঞান ফিরে সোহাগকে সামনে দেখে আবার অজ্ঞান হওয়ার উপক্রম করল।শান্ত হল আপাতত যখন বোঝানো হল এটা প্লাষ্টিকের সাপ তখন সবার দিকে তাকিয়ে বোকার মত হাসল কিছুক্ষন।
আসলে ভাইজান ঠিক সাপ দেইখা যে ভয় খাইছি তা না হে হে বলে হাত বাড়িয়ে সাপ ধরার চেষ্টা করল আবার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়।
মনে হইল একটু নড়ন চড়ন করতেছে ভাইজান ভয়ে ভয়ে বলল লোকটি।
বেক্কল ব্যাটা পিছন থেকে ট্রানজিষ্টারধারী ফোড়ন কেটে বলে।
তুই বেক্কল তোর মা বেক্কল বাপ বেক্কল তোগ চৌদ্দগুষ্ঠি বেক্কল লোকটি মনের ঝাল মিটিয়ে গাল দেয় পিছনের ট্রানজিষ্টার রে।ট্রানজিষ্টারের গানের শব্দে এখন ও মাথা ব্যাথা করতেছে তার।
কেও একজন দেখা যাচ্ছে বাসের সামনে লাফাচ্ছে বাস থামানোর জন্য।সোহাগ ব্রেক কষে বাস থামাল।যত যাত্রী বাড়ছে সে উৎফুল্ল হয়ে উঠছে।লোকটার ঘাড়ে দেখা যাচ্ছে একটা কথা বলা তোতা পাখী।
মামা ভাল মামা ভাল সারাক্ষন তোতা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এই আবৃত্তি করছে।
চুপ থাক ব্যাটা বদের হাড্ডি।
এই ব্যটা তুই আর তোর তোতার মুখ বাড়ী দিয়া থোতা কইরা দিমু কইতাছি।মামা ভাল মামা ভালা ট্রানজিষ্টার ভেংচি কেটে বলে।
এই তোতা তুই কও আমার লগে বদের হাড্ডি বদের হাড্ডি।
সঙ্গে সঙ্গে তোতা তীক্ষ স্বরে বলে উঠল চুপ থাক তুই ব্যাটা বদমাইশ।তোতা তার লেজ ঘুরিয়ে বারবার ট্রানজিষ্টারের দিকে ঘুরে ঘুরে বলছে
চুপ থাক তুই ব্যাটা বদ । চুপ থাক ব্যাটা বদ।
তোতার মালিক আনন্দে তালি দিয়ে উঠল ঠিক কইছে আমার পাখী আমার ময়না।
তুই ব্যটা শয়তান।
চলন্ত গাড়ীতে দুইজন দুইজনের উপর ঝাপাই পড়ল।তোতা পাখী তাদের চারিদিকে ঘুরতে ঘুরতে বলে সব ব্যাটা শয়তান ।
রশীদ মিঞা একেবারে হতাশ।
বেদ্দব মানুষ গুলারে কিভাবে গনতন্ত্র শিখাই কন তো ভাইজান।মানুষ গুলার কি এক্কেবারে লজ্জাশরম চইলা গেছে।তোগরে বিনা পয়সায় ঘুরত লইয়া যাইতাছি।তোরা এর মধ্যে যুদ্ধ করস বদের বদ।
পাশে অপেক্ষাকৃত বয়স্ক ধীরস্থির এক ব্যাক্তি বসেছিল সে এতক্ষন চুপচাপ বসেছিল।আমাদের দেশের মানুষ স্বাধীন হয়েছে এখন ও মনে হয় বিশ্বাস করতে পারছেনা।গনতন্ত্রের সংজ্ঞা শিখবে কোথ্থেকে?যে যেভাবে পারে মানুষের মাথায় বাড়ি দিয়া অন্যের অধিকার ছিনতাই করে বিন্দুমাত্র কেয়ার না করে গনতন্ত্রকে বৃদ্ধাংগুলি দেখায়।
গনভবন থেকে বস্তি গনতন্ত্রের সংজ্ঞা কেও জানেনা ।তার প্রয়োগ ও কোথায় নাই ।
রশীদ কি বুঝল কে জানে।বুঝদারের মত মাথা নেড়ে বলল
হ স্যার খাটি কথা কইছেন।
সুন্দরবনে আসতে আসতে প্রায় সন্ধা হয়ে আসল।
(পরবর্তীতে)