বন্ধুত্বতার প্যাঁচাল……..
১। যাবি যা না….
দাওয়াত দিয়া আনছি নাকি তোরে
এসেই যখন পড়েছিস, হতচ্ছাড়া ওরে,
বসেই যা না খানিক ক্ষণ
এই দুস্ত খাবি নাকি পপকর্ণ?
২। বন্ধুত্বতা…..
বন্ধুত্বতার মানে কি জানিস?
দুনিয়ার কাহিনী বন্ধুত্বের মাঝে
টেনে কেন আনিস?
তুই শত্রু না বন্ধু?
বিশ্বাস নাই এক বিন্দু;
কথার মাঝে এর তার টানিস সুত্র
বন্ধুত্ব হয় না, দেখে কোন গোত্র।
৩। বন্ধুত্ব ভাঙ্গা গড়ার খেলা..
এক মিনিটেই যদি বন্ধু হলি!
ঘুরেই দেখিস বন্ধুত্বের অলিগলি;
বন্ধু হয়েই জুড়ে দিলি শর্ত
লুকাই গিয়া এখনি,
কইরে! ইঁদুরের গর্ত!
বন্ধুত্ব নয় ভাঙ্গা গড়ার খেলা
বন্ধু মানে অনেকটা সময় একসাথে
উল্লাসে কাটানো বেলা…..
৪। দোষ ত্রুটি…
দোষ ত্রুটি সবার থাকে
মানতে কেউ দ্বিধা রাখে,
কিছু দোষে দোষি তুমি
আমার মাঝেও আছে গোয়ার্তুমি;
সমান জ্ঞানে নইতো জ্ঞানী
তার চেয়ে ঢের জান, তাও মানি,
বন্ধু শুন মন দিয়ে একটি কথা
বুদ্ধিতে ভরা হয় না সবার মাথা।
দোষ ত্রুটি মেনে নিয়ে হও যদি বন্ধু
একসাথে পাড়ি দিব তেরো নদী সাত সিন্ধু।
৫। লুকোচুরি
বন্ধুত্বে লুকোচুরি ভাল নয়
ভাল তবে,
যদি খোলাশা আলাপ হয়,
অটুট রবে
হবে সর্বত্র বন্ধুত্বের জয়,
জয় হবে
বিপদেও যদি বন্ধু পাশে রয়।
এই ভবে
একসাথে সুখে দুখে, পথ যদি চলতে হয়
শুন তবে,
ভাল-মন্দ বন্ধুর কাছে আর লুকানো নয়।