Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মামা ভাগ্নে আলাপ চারিতা-৩

: | : ০৭/০১/২০১৪

মামা ভাগ্নে আলাপ চারিতা-৩

ভাগ্নে: মামা একটা কথা জিজ্ঞাস করি ?

মামা: কর।

ভাগ্নে: মনে হয় তোমার মন খারাপ ।

মামা: না ।

ভাগ্নে: মামা তুমি কিছু লুকোচ্ছ।

মামা: নারে, আসলেই মনটা একটু খারাপ।

ভাগ্নে: কেন মামা।

মামা: দেশের লোকজন ভাল নেই রে ।

ভাগ্নে:কে বললো,সবাই ভাল আছে ।

মামা: থাক তোর সাথে এখন কথা বলতে ভাল লাগছেনা।

ভাগ্নে:মামা,তুমি দুইদিন যাবৎ দেখছি ঘরের বাইরে বেশি যাওনা, কেন বলতো ?

মামা: দেখনা হরতাল,অবরোধ চলছে আবার তার মধ্যে আবার ইলেকশন।

ভাগ্নে:মামা কি বললে, ইলেকশন? হাসালে মামা হাসালে ।

মামা: কেন রে ,হাসার কি হল ।

ভাগ্নে: তুমিতো আমার চেয়ে বড়,মামা ইলেকশন মানে নির্বাচন,আর নির্বাচন মানে লোকজন ভোট দিবে,অনেকের মাঝ থেকে একজন বেশি ভোট পাবে সে জিতবে,আনন্দ হবে এর কি কোন লক্ষন আছে ?

মামা: না।

ভাগ্নে: তা হলে ইলেকশন বল কেন ।

মামা: সরকার বললে আমি কি বলবনা ?

ভাগ্নে: ওহ! তাই বল। মামা তুমি ভোট দিলা কাকে ? কেউতো ভোট চাইতে এলোনা।

মামা: আমি ভোট দিতে পারলাম না,তাই মন খারাপ।

ভাগ্নে: কেন ভোট দিতে পারলানা ?

মামা: প্রধানমন্ত্রী,প্রেসিডেন্ট এমন কি প্রধান নির্বাচন কমিশনার ও ভোট দেয়নাই আর আমি দেই কেমন করে। তারা দু:খ পাবেনা !

ভাগ্নে: মামা টিভিতে দেখলাম ভোটার উপস্থিতি অনেক কম,কেন্দ্র ফাঁকা কিন্তু রেজাল্টতো দেখলাম অনেক ভোট, মামা মনে হয় আমার সুপার পাওয়ার ওরা কাজে লাগিয়েছে ।

মামা: হু।

ভাগ্নে: মামা নির্বাচন শেষ কিন্তু এখন কেন হরতাল আর অবরোধ ? আমরা ভোট দিলাম কেন সেই জন্য  না ভোট দিলাম না কেন সেই জন্য ? আমরা এখন যাব কোন দিকে ?

মামা : বাদদে এসব। দেখ নতুন সরকার কি করে ।

ভাগ্নে: যে সরকারই হোক তাতে আমাদের কি যায় আসে, লুটপাট ও তারা করে জেলে ও তারাই যায়।

মামা: কথাতো অন্যখানে।রাজা যদি রাজ্যের সুখ না চায়,যদি শুধু তার রাজ্য চায় তা হলেইতো মুশকিল।

ভাগ্নে: কঠিন কথা,বুঝলাম না।

মামা: তোর বুঝার দরকার নাই। এক  নির্বাচন নিয়ে কত লোক মারা গেল, কেউ ওদের কথা বললনা। সরকার যেন এর জন্য কোন দায়ই নিবেনা। যার বিরোধীতা করলো তারা ও হতভাগা মানুষ গুলোর পরিবারের পাশে দাড়াল না । কেন এবং কার জন্য এরা জীবন দিল।

ভাগ্নে: মামা আমার মনে হয় যার জীবন দিল এরা তোমার-আমার চেয়ে  অনেক বড়।

দেশের জন্য,মানুষের আকাঙ্খার জন্য জীবন দিল।

মামা: আসলেই । দেখ কত নিরীহ মানুষ আজ পুড়ে মরল,বার্ণ ইউনিটে কত কষ্ট যন্ত্রনায় কাতরাচ্ছে আমরা কেউকি ওদের পাশে নাই । আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।দিনে দিনে মানষ গুলোর মনুসত্ব ঘুনে ধরছে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top