Top today
“সুখের মুখোশ”
মুখ দেখিয়া যেত বুঝা মনের যত কথা
বুকের গহীনে আছে কত লুকায়িত ব্যথা।
নানান জনের নানান মনে নানান ব্যথা-বেদনা।
লাজশরম সংকোচে হয় না তা বেগানা।
কত অশ্রু শুকিয়ে গেছে নিরব আঁধারে।
হয় না বলা বুক ফুলিয়ে উচ্চ গৌরবে।
মনের খাঁচায় বন্দী করে মুখে আঁকা রঙ।
সবার ভিড়ে এমন করে সুখে থাকার ভং।
যতন করে মুখে আঁটা সুখের মুখোশখানি।
কাগজের ফুলে পরিপাটী সুখের ফুলদানী।
তোমার কষ্ট তুমি বলো-আমি বলি আমার।
হিসাব কষে দেখো তবে কমতি আছে কার্।
কালো কালির ছোঁয়ায় সাদা খাতা ভরে;
লিখতে লিখতে শেষ হবে না;জীবন যাবে ঝরে।
শুনতে চাই-শুনাতে চাই;কার আছে সময়?
সুখের মুখোশ পরে তাই করি অভিনয়।