Top today
টোকাই
রাস্তার পাশে আমার
ভাঙ্গা ঘরে বাস,
ময়লা আবর্জনা কুড়িয়ে আমার
কাটে বার মাস।
কেউ বলে টোকাই আমায়
কেউ বা বলে পিচ্ছি,
অর্ধহারে অনাহারে
জীবন আমি কাটাচ্ছি।
দিবানিশি কাটাই আমি
থাকি একা একা,
ধুকে ধুকে মরছি আমি
পাইনা কারো দেখা।
এভাবে রাস্তায় রাস্তায় কাটবে
আমার সারাটি জীবন,
এই মায়া মমতাহীন ভুবনে
কেউ করবে না আমায় আপন।