আমরা করব জয় একদিন
জেলান এবং আইমা দাড়িয়ে আছে এক বিশাল ধ্বংস স্তুপের উপর।মাত্র কয়দিন আগে প্রচন্ড এক পারমানবিক বিষ্ফোরনে এই পৃথিবী সৌরমন্ডলী গ্রহনক্ষত্র ভস্মীভূত হয়েছে।ধ্বংস্তুপ দিয়ে তারা হাটছে অনেকক্ষন যাবত এখন পর্যন্ত তারা কোন প্রানের অস্তিত্ব খুজে পায়নি।সম্ভবত তারা দুইজন শেষ এই সভ্যতার একমাত্র জীবিত মানব মানবী।
কি হয়েছিল বলতো আমি এখন ও ঠিক মনে করতে পারছিনা।দ্বিধান্বিত কন্ঠে জিজ্ঞসা করে আইমা জেলানকে।
আমি ও খুব বেশী মনে করতে পারছিনা ইমা ।দুজনে প্যারাসূটে ছিলাম পরস্পরকে দেখছিলাম।তুমি কিছু বলছিলে সম্ভবত।ভয়ন্কর এক আওয়াজের মত শুনলাম ।তারপরে এখানে এসে এই যে তোমাকে পেলাম।
জেলান এবং আইমা দুইজন মহাকর্ষের সপ্তম ভৌগলিক কক্ষের দুইজন সৌর বিজ্ঞানী।দুইজনে দীর্ঘ নয়বছর যাবৎ গবেষনা করছিল সৌরচুল্লীর মাধ্যমে সূর্যের অত্যূগ্ন উত্তাপের সংমিশ্রনে গ্যাসের চেয়ে আরও হালকা বারুদের চেয়ে অধিকতর শক্তিশালী দাহ্য পদার্থ আবিষ্কার করতে যা পৃথিবীতে সৌরমনডলীতে আগুন ও গ্যাসের বিকল্প হিসাবে কাজ করবে।গ্যাস এর চাহিদা বহুসাংশে পূরন হবে এই কৃত্রিম সূর্যালোকের আলোয়।তাদের গবেষনা চলে এসেছিল প্রায় শেষ পথে।এই সময়ে এই ভয়াবহ পারমানবিক বিপর্যয়।
দুইজনে শারীরিক মানসিক এবং মানবিক ভাবে বিপর্যস্ত তাদের আরও সঙ্গী সাথী আর সতী্থদের খুজে না পেয়ে।
আমি তবু হ্যাপী ইমা।এই বিপর্যয়ে ও তোমাকে যে হারিয়ে ফেলিনি।
এই বিপর্যয় দুইজনকে আরও দুইজনের কাছে নিয়ে এসেছে।দুইজনের প্রতি দুইজনের অনুরাগ যা এতদিন ছিল অপ্রকাশিত তা যেন নিমিষে আজ প্রকাশিত হয়ে গেল।
জেলান আমি কিন্তু তোমাকে অনেক ভালবাসতাম ।সহজ সরল স্বীকারোক্তির সুরে বলে আইমা।কেননা পৃথিবী ধ্বংসের সাথে পৃথিবীর প্রচলিত লজ্জা জড়তা থেকে তারা মুক্ত।দুজন দুজন থেকে প্রানের স্পন্দন অনুভব করতে চাচ্ছিল।
কেন এখন কি ভালবাসনা?কৌতুকে জিজ্ঞাসা করল জেলান।
একপর্যায়ে দুইজন দুইজনের দিকে তাকিয়ে হেসে ফেলল।দুইজন আয়নায় না দেখে ও বুঝতে পারছে তাদেরকে কিম্ভুতিকিমাকার লাগছে।আইমার চুল শক্ত শজারুর কাটার মত হয়ে আছে আর জেলানের চোখের পাতাগুলি তে বরফের গুড়া লেগে তার চোখের মনি প্রায় দেখা যাচ্ছেনা বললে ই চলে।অনেক কষ্টে সে চোখ খুলে রেখেছে।
সম্ভবত আমরা নর্থের কোন সাইডে পড়েছি জেলান।প্রচন্ড ঠান্ডা এখানে।দাতে ঠকঠক বাড়ি খেতে খেতে আইমা বলে।
আমাদের যে করে হোক আগুনের ব্যবস্থা করতে হবে আামার আইমা।নাহলে বেশীক্ষন এই রুদ্র প্রকৃতির সাথে লড়াই করে টিকতে পারবনা ।
দুইজন অনেকক্ষন চেষ্টা করল পাথরে পাথরে ঘর্ষনে আগুন জ্বালানোর চেষ্টা করতে ।চারিদিকে যেমন বাতাস তেমনি ঠান্ডা।দুজন কিছু ই করে উঠতে পারছিলনা।
জেলান কিছুক্ষন দ্বিধা করল।পরে সে তার প্রেয়সীকে শীতের প্রকোপ থেকে রক্ষা করার চেটা করল।তার জ্যাকেট খুলে ইমাকে পরিয়ে শক্তভাবে জড়িয়ে ধরে থাকল।প্রথমে স্বাভাবিক জড়তাবোধে ইমা বাধা দিলে পরে সে পরম নির্ভরতায় দয়িতের বুকে মুখ লুকিয়ে বসে রইল।
অশান্ত প্রকৃতি বিপর্যস্ত পরিবেশ।তারা কতক্ষন বেচে থাকবে কে জানে।তবু এই সময়টুকু ইমার মনে মহার্ঘ স্মৃতি হিসাবে স্থান পাবে যদি সে বেচে ফিরতে পারে তার আপন ঠিকানায়।তার স্ততসিদ্ধের মত বিশ্বাস হচ্ছে প্রকৃতি এবং তার প্রিয়তম কোন না কোন ব্যবস্থা অবশ্যই করবে এবং তারা বেচে ফিরে যাবে আপন লোকালয়ে।এই নির্ভরতা মনে আসা মাত্র সে তার প্রিয়তমের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল ।
জেলান চারিদিকে তাকিয়ে উপায় খুজতে লাগল উত্তাপের আগুনের ব্যাবস্থার।তার মনে এই বিশ্বাস চলে আসল কিছুক্ষনের মধ্যে প্রকৃতি তাকে কোন একটা রাস্তা দেখাবে উত্তাপ তৈয়ারীর।
সে মনে মনে তার প্রিয় গানটি গাইতে লাগল
আমি করব জয়।আমরা করব জয়।আমাকে কিছু একটা উপায় বের করতে হবে।ইমাকে বাচাতে হবে।আামার নিজেকে রক্ষা করতে হবে এই পৃথিবীকে পূনর্গঠন করতে হবে।
(চলবে)