Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রচন্ড বিরক্তির কারণ…………..

: | : ০৭/০১/২০১৪

প্রচন্ড বিরক্তির কারণ angry

* বাস থেকে নামার সময় হেলপার বলে আফা বাম পা আগে ফেলেন বাম আগে ফেলেন, ডান বাম খুঁজতে খুঁজতে ডান পা-ই আগে বাড়াই । ফল হিসাবে পরি মরি করে খানিকটা দৌঁড়ানো  dontsee

* প্রচন্ড ঘুমের মাঝখানে কলিং বেলের শব্দ, আর মাঝ রাতে মোবাইলে কল…….. উফ মনে চায় চিবাইয়া খাইয়া ফেলি । মাঝে মাঝে ম্যাসেজ দিয়া বকা দেই । কাল দিছি একটারে “কোন হারামীর বাচ্চারে” angry

* ফোরামে ব্লগে অথবা ফেইসবুকে অথবা যে কোন ওয়েব সাইটে অনেকটা লেখার পর সাবমিট করলে কম্পিউটার হ্যাং হয়ে যাও, অথবা যদি বলে আপনি সাইন ইন করেননি sad । ইস এর মত কষ্ট আর কিছু নাই…… যে লেখাটা লিখেছিলাম পরবর্তীতে এর ধারে কাছের কথাও আর মনে থাকে না । মোবাইলেই আমি বেশী লেখালিখি করি । লেখার মাঝখানে টম জেরী মোবাইল নিয়া যায় গেইমের জন্য আমি কপি দিয়ে সেখান থেকে বের হয়ে যাই ।  পরে দেখা যায় মোবাইল হ্যাং রিষ্টার্ট দিতে হবে sad হায়রে কপাল যে কবিতাখান লিখছি সেইটা আর আগের মত লিখতে পারি না । তখন মনে হয় আছাড় দিয়া মোবাইল ভাংগি  hairpull

* সিরিয়াল দেখতেছি মনোযোগ দিয়ে সে সময় টম জেরী কার্টূন দেখার জন্য চ্যানেল পাল্টিয়ে ফেলে অথবা দুই বদের হাড্ডি এসে খবর অথবা খেলার চ্যানেল দিয়ে দিলে  angry। মনে মনে নতুন টিভি কিনে ফেলি কত big_smile

* মতিঝিল থেকে ওয়ারী ………রিক্সাওয়ালা চায় ৫০ টাকা । দাঁত কিড়মিড় করা ছাড়া করার কিছু নাই । বড়জোড় ১০ টাকা কমায় sad ……… । বলি ভাই আপনাদের তো রোজী রোজগার ভাল… neutral.. সরকার তো আমগো বেতন বাড়ায় না বলেন চলুম কেমনে ভাই আপনে কন……. দাঁত বের করে হাসে…….. big_smile

* রাজধানী মার্কেট কাপড় কিনতে গিয়া দাম চাইলে বলে (থ্রি পিচ) ৩০০০ টেকা । মাথা আগুন গরম । দাম চাই প্রথমে ১০০০  notlistening
ভাল! কাপড় কিনছেন কখনো । বলে কি বেটা  angry
তারা তারা আলোচনা করে । কই থাইক্যা যে আসে কাপড় কিনতে  cry। ইশ ঝগড়া লাগু লাগু ভাব …….. চলে যাওয়ার জন্য উদ্দত হলে বলে কি আর কিছু বাড়াইতে পারলে আইসেন । কি আর করা দাম ১০০ টাকা বাড়াইয়া বলে আবার চলে যাওয়ার জন্য প্রস্তুত  whats_the_matter
পিছন থেকে বলে নিয়ে যান আফা । আজকে বেচা বিকি নাই কিনা দামে ছেড়ে দিলাম  big_smile
কই তিনহাজার আর কই এগারশ । উফ……. তখন ভাবি আরো কম চাইতে পারতাম big_smile

শুধু কাপড় না রাজধানী মার্কেটে জোতা, ব্যাগ কাপড় কসমেটিকস সব জিনিসেরই এমন দাম চায় ।

* কর্মক্ষেত্রে প্রতি মুহুর্ত বিরক্তির কারণ মহিলা বস  angry । সবাইকে একটা একটা পিসি আর নেট সব দেয়া হয়েছে । এমনকি বাড়তি সুবিধা ল্যাপটপ…….. তারপরও ফাতেমা এইটা নষ্ট এইটার একটা প্রিন্ট দেন,  প্রিন্টারে কাগজ লাগান, প্রিন্টারে একটা রাফ কাগজ দেন, ফাতেমা একটা ছুটির দরখাস্ত লিখে দেন । নেটে ডাটাটি আপলোড করে দেন, ওয়ার্ড ফাইলটি পিডিএফ করে দেন । ইউপিএস নষ্ট নোট দেন, ইউপিএস আনা হলে না লাগিয়ে দিনের পর দিন কষ্ট করে পিসি ইউজ করা কেমনে যে পারে আল্লাহ মালুম । ইউপিএস লাগানোর কথা বললে তারা বলে লাগানোর দায়িত্ব আমাদের নাকি । না তোমাদের না, তোমাদের কামলা ফাতেমা আছে ইউপিএসও লাগাইয়া দিব……… (ঘাউরা টাইপ হইয়া গেছি শুনেও শুনি না । বেশী করলে মানুষ মাথায় উঠে । শিখার আগ্রহ নাই ইচ্ছা নাই অপরকে খাটাতে পারলে মজা লাগে, টাইপ করার কথা বললে সিট ছেড়ে চলে যাই হিহিিহিহহি……. )  উফ…….তাইলে তোদেরকে নেট সুবিধা দিয়া লাভ কি হইল ফেবু মেবু টেবু লেবু উমমমমম tongue_smile

আপনাদের বিরুক্তির কারণগুলোও বলে ফেলুন অকপটে…………… isee

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top