প্রচন্ড বিরক্তির কারণ…………..
প্রচন্ড বিরক্তির কারণ
* বাস থেকে নামার সময় হেলপার বলে আফা বাম পা আগে ফেলেন বাম আগে ফেলেন, ডান বাম খুঁজতে খুঁজতে ডান পা-ই আগে বাড়াই । ফল হিসাবে পরি মরি করে খানিকটা দৌঁড়ানো ।
* প্রচন্ড ঘুমের মাঝখানে কলিং বেলের শব্দ, আর মাঝ রাতে মোবাইলে কল…….. উফ মনে চায় চিবাইয়া খাইয়া ফেলি । মাঝে মাঝে ম্যাসেজ দিয়া বকা দেই । কাল দিছি একটারে “কোন হারামীর বাচ্চারে” ।
* ফোরামে ব্লগে অথবা ফেইসবুকে অথবা যে কোন ওয়েব সাইটে অনেকটা লেখার পর সাবমিট করলে কম্পিউটার হ্যাং হয়ে যাও, অথবা যদি বলে আপনি সাইন ইন করেননি । ইস এর মত কষ্ট আর কিছু নাই…… যে লেখাটা লিখেছিলাম পরবর্তীতে এর ধারে কাছের কথাও আর মনে থাকে না । মোবাইলেই আমি বেশী লেখালিখি করি । লেখার মাঝখানে টম জেরী মোবাইল নিয়া যায় গেইমের জন্য আমি কপি দিয়ে সেখান থেকে বের হয়ে যাই । পরে দেখা যায় মোবাইল হ্যাং রিষ্টার্ট দিতে হবে
হায়রে কপাল যে কবিতাখান লিখছি সেইটা আর আগের মত লিখতে পারি না । তখন মনে হয় আছাড় দিয়া মোবাইল ভাংগি
।
* সিরিয়াল দেখতেছি মনোযোগ দিয়ে সে সময় টম জেরী কার্টূন দেখার জন্য চ্যানেল পাল্টিয়ে ফেলে অথবা দুই বদের হাড্ডি এসে খবর অথবা খেলার চ্যানেল দিয়ে দিলে । মনে মনে নতুন টিভি কিনে ফেলি কত
* মতিঝিল থেকে ওয়ারী ………রিক্সাওয়ালা চায় ৫০ টাকা । দাঁত কিড়মিড় করা ছাড়া করার কিছু নাই । বড়জোড় ১০ টাকা কমায় ……… । বলি ভাই আপনাদের তো রোজী রোজগার ভাল…
.. সরকার তো আমগো বেতন বাড়ায় না বলেন চলুম কেমনে ভাই আপনে কন……. দাঁত বের করে হাসে……..
।
* রাজধানী মার্কেট কাপড় কিনতে গিয়া দাম চাইলে বলে (থ্রি পিচ) ৩০০০ টেকা । মাথা আগুন গরম । দাম চাই প্রথমে ১০০০
ভাল! কাপড় কিনছেন কখনো । বলে কি বেটা
তারা তারা আলোচনা করে । কই থাইক্যা যে আসে কাপড় কিনতে । ইশ ঝগড়া লাগু লাগু ভাব …….. চলে যাওয়ার জন্য উদ্দত হলে বলে কি আর কিছু বাড়াইতে পারলে আইসেন । কি আর করা দাম ১০০ টাকা বাড়াইয়া বলে আবার চলে যাওয়ার জন্য প্রস্তুত
পিছন থেকে বলে নিয়ে যান আফা । আজকে বেচা বিকি নাই কিনা দামে ছেড়ে দিলাম ।
কই তিনহাজার আর কই এগারশ । উফ……. তখন ভাবি আরো কম চাইতে পারতাম
শুধু কাপড় না রাজধানী মার্কেটে জোতা, ব্যাগ কাপড় কসমেটিকস সব জিনিসেরই এমন দাম চায় ।
* কর্মক্ষেত্রে প্রতি মুহুর্ত বিরক্তির কারণ মহিলা বস । সবাইকে একটা একটা পিসি আর নেট সব দেয়া হয়েছে । এমনকি বাড়তি সুবিধা ল্যাপটপ…….. তারপরও ফাতেমা এইটা নষ্ট এইটার একটা প্রিন্ট দেন, প্রিন্টারে কাগজ লাগান, প্রিন্টারে একটা রাফ কাগজ দেন, ফাতেমা একটা ছুটির দরখাস্ত লিখে দেন । নেটে ডাটাটি আপলোড করে দেন, ওয়ার্ড ফাইলটি পিডিএফ করে দেন । ইউপিএস নষ্ট নোট দেন, ইউপিএস আনা হলে না লাগিয়ে দিনের পর দিন কষ্ট করে পিসি ইউজ করা কেমনে যে পারে আল্লাহ মালুম । ইউপিএস লাগানোর কথা বললে তারা বলে লাগানোর দায়িত্ব আমাদের নাকি । না তোমাদের না, তোমাদের কামলা ফাতেমা আছে ইউপিএসও লাগাইয়া দিব……… (ঘাউরা টাইপ হইয়া গেছি শুনেও শুনি না । বেশী করলে মানুষ মাথায় উঠে । শিখার আগ্রহ নাই ইচ্ছা নাই অপরকে খাটাতে পারলে মজা লাগে, টাইপ করার কথা বললে সিট ছেড়ে চলে যাই হিহিিহিহহি……. ) উফ…….তাইলে তোদেরকে নেট সুবিধা দিয়া লাভ কি হইল ফেবু মেবু টেবু লেবু উমমমমম
।
আপনাদের বিরুক্তির কারণগুলোও বলে ফেলুন অকপটে……………