Top today
কাক কিংবা গাধা
(১)
গাধা বলে ঘোড়া তুই
বড় বেশী বোকা
এই দেখ আমি কেমনে
নিজেরে দিই ধোকা।
(২
সোনার ছড়া রুপক ভরা
ছন্দে তালে লেখা
বাক্ বাকুম লয়-মাত্রা
শৈশব-যাত্রায় শেখা ।
(৩)
কাক বলে এই দেখো অন্ধ হয়ে
লুকোলাম কেমনে মাংস
কিয়ামত তক পাবে নাকো খুঁজে
মানুষ কিংবা তাদের বংশ।
…………………………………………….