Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হরতালের দিন

: | : ০৮/০১/২০১৪

হরতাল    অবরোধ    ভাল ইতো   মা

স্কুলে,  যেতে   হয়   না ,

পড়া   লেখা    না  শিখলে ও

টিচাররাতো    কিছু    কয়না  ।

সারা   দিন   বন্ধুরা    মিলে

খেলা   করা   যায়  মাঠে ,

ভয়তো   শুধু   একটি ই   মনে

বোমা   যদি ইবা   ফাঁটে  ।

বোমারু   ভা ই   বোমারু   ভাই

বোমা   কেনগো   ফাঁটাও ,

লোক   দেখাতে   ফাঁটাও   যদি

খালি   মাঠে   তা   ফাঁটাও  ।

ময়লার   গাদায়   কেন    তোরা

বোমাটা    ফেলে     রাখ ,

টোকা ই   দুঃখে    যায়   সেখানে

তোমরা   জান   নাকো  ?

অধিকার   কোন   পায়নি    তারা

জন্ম   গরীবের   ঘরে ,

না  বুঝেও   আজ   প্রাণটাও   গেল

তার ,  আম   জনতার   তরে । ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top