Top today
তোমার হাসি যেন টুথপেষ্টের বিজ্ঞাপন
তোমাকে আজ দেখলাম
বেশ মন ভরে
প্রান ভরে
হৃদয় টা দিয়ে।
দেখছিলাম আর
ভাবছিলাম যত
মনে হল
কতদিনের চেনা।
তুমি হাসলে বেশ
মনে মনে
যখন চাচ্ছিলাম বোঝাতে
হাসিতে যেন মুক্তা ঝরে।
এটা কি বলব?
যদি ও নয় তা বাড়ানো
কিংবা অতিরন্জিত।
যদি বলি চমৎকার
হয়ে যায়
এক টুথপেষ্টের বিজ্ঞাপন
তোমার হাসিতে।