“উপলব্ধির বিলাপ”
তোমরা তবে বোকার স্বর্গেই বাস কর
ডাইনিকে শোনাতে চাও মানবতার গীত।
রক্ত যাদের প্রধান খাদ্য
মানবতার সবুজ সবজি কি তাদের লাগবে অমৃত?
তাদের রুচি পরিবর্তন করতে চাও?
তারা কি হবে তৃণভোজি?
রক্তের স্বাদ একবার পেয়েছে যে বাঘিনী
তৃণ লতা কি হবে তার খাদ্যসূচি?
কেন করবে অযথা তোমার মেধা ক্ষয়?
যাদের অন্তরে মারা সীলমোহর।
খুলবে না তাদের হ্নদয়ের দরোজা।
অযথা কিসের আশায় অপেক্ষার প্রহর?
ওরে অবুঝ,কেন বুঝ না?
ওরা ভাবে না মোদের মানুষ।
তবে ওরা কেন মানবে মোদের মানবাধিকার?
ওদের নজরে মোরা নিষ্প্রাণ ফানুস
তুমি কি জান না?
ওরা শয়তানের কার্বন কপি।
শয়তানের দরবারে মানবতার আবেদন-
এ তো নির্বুদ্ধিতার অনুলিপি।
গত বাইশ বছর ধরে পেয়েছি-
চক্রবৃদ্ধি হারে শোষনের সুদ।
তারপরও কেমন করে আশা কর?
কোন্ নেশায় হয়েছ বুঁদ?
তোমরা যে যাই বল ভাই
আমি দিবো তাদের অভিশাপ।
উপরওয়ালার দরবারে ওদের মৃত্যু প্রার্থনা
আমার উপলব্ধির নিত্য বিলাপ।