চল সপ্তসমুদ্রের পার
আমি সাহসী মানুষের পথপ্রদর্শক
ভীরু মানুষের যম,
মানুষ সে যে মন না হলে
তারে বলব না মানুষ।
মানবের মাঝে বাঁচিবার চায়
যে জন আছে ভাই
আস মোর সাথে লক্ষ বাঁধার সপ্তসমুদ্রের পার।
ভীরু হয়োও না আর বঙ্গজ-জন
সময় তোমাদের শেষ,
আসিবে নতুন প্রভাত,ফুটবে নতুন কুড়ি
দেখবে শক্তি তাদের-
দূর্বার হয়ে যাবে তারা
লক্ষ বাঁধার সপ্তসমুদ্রের পার।
মানুষে মানুষে হানাহানি বঙ্গজ-জন
জীবনের চেয়ে সুন্দর প্রভাত গিয়েছে কেটে,
মানুষের মনে হিংসা বিদ্বেষ
দুই নাম্বারীর কৌশল
দিনে দিনে বাড়িছে অন্যায় অবিচার।
বঙ্গজ-জন জাগো তুমি আজ
চল সপ্তসমুদ্রের পার।
যেখানে আল্লাহ সষ্টিকর্তা রয়েছেন ঘিরে
নিশ্চয় তোর বিপদ হবে না
চল ঐ সপ্তসমুদ্রে।
ঈশ্বর যেন আজ নিদ্রাহীন
ভাবিতে দিন যায়
মানবের যে কূট বুদ্ধি
কি করে তারে রোধায়?
ধ্বংস পৃথিবী ধ্বংস মানব
কর স্রষ্টার উপাসনা
নইলে কিন্তু সষ্টিকর্তা
করিবে না মোদের ক্ষমা।
বঙ্গজ-জন জাগো তুমি আজ
চল সপ্তসমুদ্রের পার।