এমন স্বাধীনতা চাই-চাই না
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় তুমি আমি আলাদা নই ।
যেখানে ক্ষুধার তাড়নায় মানুষ কাঁদে না
যেখানে গনতন্ত্র মানুষের কথা বলে, মানুষের দ্বারা চলে,
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় দাড়ি রাখলেই জঙ্গি নই ।
যেখানে ধর্ম হবে মূল্যবোধের, ভাতৃত্বের, পরম সৃষ্টি কর্তার
যেখানে মানবতা থাকবে মানুষের জন্য মানুষের নিজস্ব সত্তার ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় সংসদের মাঠে হাটবো বিনা বাধায়,
যেখানে প্রিয়ার হাত ধরে হারিয়ে যাওয়া যায় অসীম
যেখানে মায়ের মমতা নির্বিঘ্নে পেতে পারে সন্তান ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় দ্রব্য মূল্য হবে সহজ মূল্য
যেখানে অনাহরে হারিয়ে যাবে না একটি কোমল মূখও
যেখানে সন্তানের নির্ভরতায় পিতামাতার মুখ হাস্যজ্জল
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় রাজনীতি হবে শিক্ষিত নীতি
যেখানে স্ব-শিক্ষায় শিক্ষিতরাই হবে দেশের বলিষ্ঠ কর্নধার
যেখানে ছাত্ররা হবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের হাতিয়ার
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় সঠিক সংবাদ প্রচারে বন্ধ হবে না গনমাধ্যম
যেখানে নির্বিঘ্নে সংবাদ প্রচারিত হবে সকল অপরাধের
যেখানে ভালো সংবাদগুলো বয়ে নিয়ে আসবে জাতির উন্নয়ন ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় কোচিং নির্ভর হবে না আমাদের শিক্ষা
যেখানে আগের দিনের মত স্কুলেই শেষ হবে পাঠ্যদান
যেখানে স্কুলের শিক্ষকরাই হবেন সমাজের গুরুজন ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় ডাক্তার হবে সেবার ভান্ডার,
যেখানে রোগী পাবে তার প্রাপ্য সমাদর
যেখানে অসহায় মানুষের কান্নায় ভারি হবেনা চারিপাশ ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় জীবন হারানোর ভয় থাকবেনা
যেখানে খোলা আকাশ, খোলা দরজায় ঘুমোতে পারবো প্রশান্তির ঘুম
যেখানে একাকী বেডরুম হবে না কারও মৃত্যুর কারন ।
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় নারী পুরুষের সহজ সম্পর্ক ইভটিজিং হবে না
যেখানে চারপাশের পরিবেশ একটি শিশুর মানুষিক বাঁধার কারন হবে না
যেখানে স্বাধীনতার নামে অশ্লীলতা, লজ্জাহীনতা হবে না
এমন স্বাধীনতা চাই যে স্বাধীনতায় আরো অনেক অনেক সৎ চাওয়া,
যে স্বাধীনতায় পাওয়ার প্রবল আকাঙ্খা,
যে স্বাধীনতায় মমতার অপরিসীম ভালোবাসা ।
যে স্বাধীনতা চাই না তা হল একে অপরে ঈর্ষায় জ্বলে
হানাহানি বিঃদ্বেষ তৈরী করা,
সহযোগী নয় প্রতিযোগী ভেবে সামাজিক অস্থিরতার পালে হাওয়া দেয়া
হানাহানি করে দেশটাকে ঠেলে দেয়া চরম হতাশায় ।
এমন স্বাধীনতা কখনই চাই না, ভুল করেও না, স্ব-জ্ঞানেও না, অজ্ঞানেও না
যা আমার চাওয়ার গ্রহযোগ্যতা দেয় না ।
সাঈদ চৌধুরী ( রচনাকাল ২৫/০৩/১৩ইং)