Top today
পরাজিত সময়
ধোঁয়াশায় আচ্ছন্ন সারা শহর,
শীত আজ বৃষ্টি হয়ে ঝরে।
তবুও কেন যেন পৃথিবীজুড়ে
বৃষ্টি দেখে মেঘেরা পালায়
রাতের চোখ ঘুম হারায়
কারো কান্নায় কারো হাসি পায়।
মাটির উর্বরতা আজ ফুরিয়ে গেছে
গোলাপটির ঠোঁটের কোণে ঘা,
ঘোড়াটি সময়কে পেছনে ফেলে
এগিয়ে যাচ্ছে তবুও সময়ের তরে।
পরে থাকা রক্তাক্ত দেহটি
পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত,
হৃদয়ের স্পর্শে অনুভুতি নেই
কেউ বিস্মিত কেউ আশাহত।
আজ রংধনুর সাতরঙ মেঘে ঢাকা
পালতোলা নৌকায় মাঝি একা,
ভরা কলসটি জলশূন্য
শকুনের ভয়ে সব জড়সড় মৃত।
সুগন্ধের খোঁজে ছুটছেনা আজ কেউ
সারাদেহে দুর্গন্ধ মেখে এককোণে সব,
ভালবাসা ভুলে ভালবাসার তরে ছুটছে কেউ
প্রেমিকার অধরস্পর্শে আজ শুধু ভয়।
পাহাড় বুঝি এক্ষুনি ধসে পরবে!
পৃথিবীর জন্ম নিয়ে আজ সংশয়,
কৃষ্ণচূড়ারও রঙ বদলে গেছে।
তবুও অপেক্ষায় সবাই,
জাগবে সবাই আগামীর তরে।
আসবেই জয়; ফেলে সব পরাজয়।।