Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“ধর্মের নামে অধর্ম”

: | : ০৯/০১/২০১৪

তোর আঘাতের ক্ষত-বিক্ষত চিহৃ অন্য ধর্ম অনুসারির দেহময়।
তোর আগুনে ছাই হল অন্যের উপাসানালয়।
বল্ তো দেখি-কতটুকু বাড়ল তোর ধর্মের সম্মান?
শোভিত হল কি শ্রদ্ধার ফুলে তোর ধর্মের উদ্যান?

কেউ ভিটা-বাড়ি ছাড়া;কেউ হারিয়েছে তার স্বজন।
ধর্মের নামে এ কি করেছিস!অন্যের অধিকার করেছিস হরণ।
বল্ তো দেখি-তোর ধর্মের জন্য এতে কি করেছিস পয়দা?
আসমান ছুঁই ছুঁই করছে কেবল ঘৃণার স্তুপাকৃত গাদা।

কেউ-ই পায়নি অনুকম্পা;নিষ্পাপ শিশু-অক্ষম বয়োবৃদ্ধ।
তোর বিদ্বেষের আগুনে পুড়েছে সব-দেহ হয়েছ সিদ্ধ।
বল্ তো দেখি-ধ্বংসের অগ্নি’তে কেমন ধর্ম প্রচার?
মানুষ যদি বেঁচে না থাকে ধর্ম তবে কাহার?
মানুষ সে এটাই মূল-তার অন্তরে থাকুক না অন্য ধর্ম।
নিরিহ মানুষ হত্যা করে হয় কি পূণ্য কর্ম?

বল্ তো দেখি-যে ধর্মের নামে অধর্ম করিস সে ধর্মের কি ফায়দা?
ধর্মের লেবাস গায়ে জড়িয়ে সে তো আপন স্বার্থের কায়দা।
জেনে রাখ-অস্ত্র নিয়ে ঘরে ঢুকতে পারবি তবুও হৃদয় ঘরে নয়।
শিসার বুলেট বুকে ঢুকতে পারে তবুও অন্তর হয় না জয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top