Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রসঙ্গ : হাসি

: | : ০৯/০১/২০১৪

প্রসঙ্গ : হাসি
==================================
আমার অফিসের এক কলিগ তার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি এমন
একটা মুচকি হাসি দেন (যেমন কেউ হাত দিয়ে মুখ মেলাইয়া হাসি
দেওয়াচ্ছে আর বলছে স্মাইল প্লিজ) দিয়ে জিগ্যেস করেন কেমন
আছেন এই কথা বলার সাথে সাথেই মুখ আগের অবস্থায় নিয়ে
আসেন……… মানে সাথে সাথেই হাসি মিলাইয়া যায় ।
উনার এই হাসির স্টাইলটা আমার মনে পড়লেই
হাসি পায় । যাহোক, উনার এই হাসির
সিস্টেম টা আমাকেও তো হাসায়
বারবার । ভালই সিস্টেম……..
…এটাও কম
কিসে ।

আমার কথা হল কেন আমরা মন খুলে হাসব না । কাউকে
কেমন আছেন বলব মন খুলে হেসে বলব ………..
আর এই হাসিটা যেন মিলিয়ে না যায় ।
হাসলে প্রাণ খুলে হাসব । কিছুক্ষণ
যেন এই হাসিটা মুখে লেগে
থাকে । এইটা যেমন
নিজের জন্য ভাল
তেমনি অপরের
জন্যও
মঙ্গল ।

জীবনটা কয় দিনের । যে কোন মুহুর্তেই মৃত্যু ঢেকে

নেয় তার কাছে । এইতো সেদিন অফিসের
এক হিন্দু  যুগ্ম-পরিচালক স্যার
দিবাগত রাতে  নিজ বাসগৃহে
বিদ্যুৎপৃষ্ট হয়ে
স্বস্ত্রীক মারা
যান ।

তার বাসার কলাপসেবল গেটে বৃষ্টির কারণে কেমনে জানি পুরা গেটেই
বিদ্যুত সংযোজিত হয়ে ছিল । তার বাচ্চা যখন গেইটে ধরে তখনি
বিদ্যুতের সাথে জড়িয়ে যায় ।  তাকে বাচাতে গিয়ে স্যার আর
স্যারের বউ বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যান ।  এসব সংবাদ

শুনলে মনটা ভীষন খারপ লাগছে । উনার
হাসিখুশি চেহারার ছবি দেখে কেমন
জানি লাগছিল । এই যে উনার
হাসিটা এখনো সবার
মাঝে থাকবে এটা
তো কম পাওয়া
নয় তার
জন্য ।

সময় চলে যায় বয়স চলে যায় কিছুই থাকে না ।
তবু মানুষের কিছু কিছু আচরণ ভাল
কাজ থেকে যায়
তার কর্মের
মাঝে ।

তাই হাসলে হাসবেন মন খুলে জড়তা না রেখে…………..
এই হাসিটা যেন হয় নির্মল । সব কিছুতে
ভেজাল থাকুক কিন্তু হাসিতে যেন
ভেজাল না থাকে । শত দু:খেও
মন খুলে হাসবেন দেখবেন
সব দু:খ ফিনিস । জয়
হউক হাসির জয়
হাসির
জয়

https://lh5.googleusercontent.com/-ZZRxQlJiX4I/UJji-6PlGbI/AAAAAAAAHEE/uifOHPQc96o/w497-h373/laugh.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top