Top today
সেই আমি
সালাম ও ভালোবাসা সবার প্রতি। নিজ পেশা ও অন্যান্য স্বীয় কর্মে ব্যাস্ততা প্রয়োজনের চেয়ে সামান্য বৃদ্ধি পাওয়ায় চলন্তিকায় আসা হয় নি মোটামোটি লম্বা সময় ধরে। তাই অনেক দিন পর চলন্তিকায় ঢুকলাম। কেমন আছেন সবাই? প্রত্যাশ্যা সুখ শান্তিতে নির্বিঘ্নে কেটেছে যাচ্ছে সকলের জীবন। আর আমি কেমন আছি……………..
কষ্টের সিঁড়িতে পা রেখেছি সে অনেক আগেই
আশা ছিল স্বপ্ন ছোঁবো, হয় নি ছোঁয়া
আশা ছিল তোমায় পাবো, হয় নি পাওয়া,
অতএব যেখানে ছিলাম
নিযুত মাইল হাটার পরও সেখানেই আছি স্থির
জীবন চলছে গতিহীন ধীর, বাড়ছে কেবল কষ্টের ভীড়
চিত্কারে জানাই আজ হে ব্রহ্মবীর, কষ্টে আছি
তবুও বেঁচে আছি, এর চেয়ে বড় হয় কি চাওয়া ?