Top today
চিং চিং মং মং
বিদেশ থেকে চাচা এলেন, সঙ্গে নতুন চাচি
এই না শুনে পাড়াজুড়ে, খুশির নাচানাচি
ঘরে এসেই চাচা
বল্ল তারে খাঁচা
বউ এনেছি জাপান থেকে, থাকিস কাছাকাছি
চিং চিং মং মং
চাচির কথার ঢং
পোশাক দেখে দাদি বলে, দুঃখে না আর বাঁচি
বউ তো দেখি চিকার মতন, করছে খালি চিঁচিঁ
বিদেশ দিলাম ডিগ্রি আনতে, আনলি শশার বিচি!