অনেক কথা ১
ঐশ্বরিক–
* আল্লাহ্, আমায় করো না কারও করুণার নির্ভর, যদি করো আমার মৃত্যু হোক তখন।
* হে রব, আমার কতটুকু আয়ু জানি না–তবে শতায়ু চাই না। এতটুকু কামনা, সারা জীবন করতে চাই মনুষ্যত্বের বন্দনা।
* খোদাকে যারা বিশ্বাস করে না? তারা নাস্তিক হয়। যারা বিশ্বাস করে ভুলিয়ে থাকে? খোদার কসম তারাও আস্তিক নয়।
* ‘আনাল হক’ ঘোষণা করে মনসুর প্রাণদণ্ডে দণ্ডিত হলবিশেষ। কে জানে, হয়তো তাঁরই রূপ ধরে বিধাতা স্বয়ং ‘আনাল হক’ বলতে এল ভুবনদেশ।
* আল্লাহ্কে যে ভালবাসে না, ভক্তি করে না তার চেয়ে বড় অধম পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুতরাং আমি অধম হতে পারি তবে বড় নই।
* আমরা জানি বিধি এক, বিধান এক, কোরান-হাদিস নবি-রসুল এক তবে ওই এককের তিয়াত্তর মত করে দ্বন্দ্ব করে কারা দেখ!
* আমি চাই না প্রভু, পৃথিবীতে এমন কিছু; যার জন্যে পরলোকে আমার রয় না কিছু অবশিষ্ট।
* স্বর্গনরক বুঝি না আমি চিনি না প্রলয়প্রান্তর, খোদা, তোমার দিদার চাই সতত–চাই তোমারই অন্তর।
* দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি হচ্ছে–খোদার এবাদত।
* ‘সত্য’ বিধাতার নিদর্শন ‘সততা’ মহামানবের লক্ষণ।
* কত সহজে রচনা করে প্রভু দুর্লভ কোরানখানি! আমি যে মূর্খ, আমি কিবা বুঝি সেই কোরানের সত্যবাণী।
* আল্লাহ্! এ তোমার, ঐ তোমার, সমগ্র জাহান তোমার; তবে শক্তি দাও–বলতে পারি, তুমি আমার। আমায় দাও–নিখিল বিশ্ব আমি চাই না, তবে হাসিমুখে যেতে চাই–এ আমার ক্ষুদ্র কামনা।
* পৃথিবীতে ধনী বলতে কেউ নেই : সকলেই নিঃস্ব–নশ্বর জীবের কিসের বিশ্বগর্ব।
* আল্লাহ্ মহান, আল্লাহ্ মহীয়ান, আল্লাহ্ সর্বশক্তিমান; আল্লাহ্ বিধান, আল্লাহ্ বিধিয়ান, আল্লাহ্ সৃষ্টির জিকিরগান।
* ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে কঠোর সাধনা চাই, নিদ্রামগ্নে ঈশ্বর পাওয়া যায় না।
* ঈশ্বরকে জানা মানে সমস্ত কিছুকে জানা।
* ঈশ্বরকে দেখার ক্ষমতা আমার নেই, কিন্তু পৃথিবীর সমস্ত মহামানবকে দেখার ক্ষমতা আমার আছে।
* আমি অদেখা ঈশ্বরকে চিনেছি–জেনেছি তাঁকে সমস্ত সৃষ্টির মাঝে।
* সাধনার মতো সাধনা করলে আল্লাহ্কে পাওয়া যায়।
* দেখার মতো মনশ্চক্ষু থাকলে ঈশ্বরকে দেখা যায়।
* ঘুমন্তে-কি-চেতনায় আমি আল্লাহ্র সান্নিধ্য চাই, কেবল আল্লাহ্র সান্নিধ্য চাই। হে খোদা, তোমার দেখা মিলে কোথায়–কোন্ সাধনায়?
* আমি মানি না কোনো ভেদাভেদ, এটি আবেদ–
ঈশ্বর প্রভু আল্লাহ্ খোদা গড ভগবান।
আমি জানি না কোনো শাস্ত্র, কোনো বেদ–
জাতি বিজাতি বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু মুসলমান।
আমি মানি শুধু এটুকু
বুঝি শুধু ক্রন্দনদুখু
জানি তিনিই একক, তিনিই পৃথক–
সর্বনামের এক স্থান।
* আমি মানি না মানি না কিছু ওগো দয়াবান
আমি চাই না চাই না কিছু আমার স্থান
আমি বুঝি না বুঝি না কিছু আমার গান
আমাকে কর সহায়তা অভিনব–
আমি বড় বুভুক্ষু দেশের মানব।
* সৃষ্টিকর্তা এক এবং সৃষ্টি অনেক তাই দুয়ের মধ্যস্থলে সমস্ত সৃষ্টি এবং দুয়ের সংঘাতে ধ্বংস হবে পুনরপি। আমি যতই বিজ্ঞান আর দর্শনশাস্ত্র দেখি ততই পাকাপোক্ত আমার ঈমান এক ইলাহিতে বিশ্বাসি।
* সৃষ্টিতে সমস্ত কিছু সাকার তাই সৃষ্টিকর্তা নিরাকার?
চলবে…