Top today
চেহলাম
(১)
লোভে দম্ভে মানুষ ও মাঝে মধ্যে
হয়ে যায় কাক কিংবা গাধা,
মানবিক হয়ে ও পাশবিক আধা
রাবনের হাতে তাই পরাজিত রাঁধা।
(২)
জোটে মোঠে ভোটের খেলা
শূন্য ভোটে জয়ের দেখা
বিশ্ব বেহায়ার নোংরা খেলা
ন্যাংটো পাপীর চমক মাখা।
(৩)
গণতন্ত্র তো দিন দুপুরে খুন হয়ে গেছে
এখন চলছে শুধু নোংড়ামী অভিরাম
দাপন কাপন সৎকার সব হয়ে গেছে
দাওয়াত সবার, কদিন পর তার চেহলাম।