Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

চলেতো যেতেই হবে

: | : ১০/০১/২০১৪

    চলেতো  যেতেই  হবে

চলেতো  একদিন   যেতেই   হবে

হয়েছে  চুক্তি   যাত্রার   শুরুতে,

তবু   প্রশ্ন   থেকে   যায়   যেতে  হবেই

যদি,  পাঠালেই   কেন   তড়িতে ।

এসেছি   সেদিন   সবেই  যেন

হয়েছে   শুরু  রুদ্রোজ্জল   দিন ,

আজি  আমিতো  চাইনা  ফিরে  যেতে

শেষের  দিনের  সহায়  সম্বল   হীন ।

দিন যায়  আসে  রাত  কাল চাদর মুড়ে

আকাশ  ছেয়ে  তারার  মেলা  চোখ  বরে ।

তারারা  হাসে যেন  ফুটন্ত  ফুল

বাগান  ভরে  মালির  দুয়ারে,

ছুটে  বেড়াচ্ছে  তারা   যেন  ঐ

দুড়ন্ত   মেঘের  ভেলায়  চড়ে ।

এইতো সেদিন   বুঝি  হে  ঘুমেই

শত  শত  বছর  গেল  চলে ,

ভাবতেই  মোর  কেঁপে  উঠে  যেন  বুক

বিদায়ের  রসদ  কিছু  নেই  বলে ।

রাতের  তো  এখনও  হয়নি  যে  শেষ

হুশিয়ারী  কেন  যে  মোরে  তবে,

রাতের  পরে  আসবে  আবার  দিন

আসবে  আবার  নিশীরাত  এই  ভবে ।

আমার  যাত্রা  কি  শেষ  হবে  রাতে

কভু কি ফুটবে না আর ফুল সেই প্রভাতে ?

চলে  যাব  আমি  চুক্তি  প্রভাতে

রদ  বদল  হবে না  বুঝি  তার,

দেশীয়  নেতার  আদেশ  নয়  এ  যে

বদলে  আছে  শত  কোটি   বার ।

ওহে  নিয়ন্ত্রক  ক্ষমিও  মোরে

জমাতে  পারিনি  কোন  রসদ ,

সপিবো  ফিরে  তোমার  তরে

এই তো  ছিল  মোর  আত্মিক  স্বপথ ।

তবু  আশা তোমার  ভাল বাসা  সৃষ্টিতে

জীবন  মোর  ধন্য  হবে ক্ষমার  বৃষ্টিতে । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top