Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

পরীক্ষা

: | : ২২/০৬/২০১৩

সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।

অর্থনীতি বড়ই জটিল
কিছুই বুঝিনা,
ইতিহাসের সন তারিখ
মনে থাকে না।

ইংরেজিটা ভীষণ কঠিন
কিছুই জানিনা,
বাংলা যে খুবই সহজ
তাও মানিনা।

ইসলাম শিক্ষার আরবিগুলো
খুবই কঠিন ভাই,
সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের কথা
বলতে নাহি চাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top