Top today
সাবালিকা
তোমাকে চুমু খেতে গেলেই লিপস্টিক
নয়তো শীতের হিম আটকে দেয়া বেয়াড়া লিপজেল।
এলোচুলে উড়ে বেড়ায় শ্যাম্পুর ঘ্রাণ
শরীরের প্রত্যেকটি কণা থেকে ছোবল মারে
কোন এক উন্মত্ত বডি লোশন
আর জামাতে সেঁটে থাকে নাম না জানা দামী পারফিউম!
সত্যিই যেন তোমার শরীরের ঘ্রাণ-নেশায় বহুবছেরর আসক্ত আমি!
সাবালিকা, তুমি পরিপাটি
আর আমি, এলোমেলো কোন এক অশান্ত উচ্ছৃঙ্খল যুবক!