Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

|| কতো কাদিম মুই নিধুয়া পাথারে ||

: | : ১১/০১/২০১৪

আজি মনের দুঃখে মইশাল বন্ধুর মুখখান হইছে ভার,
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাই নিধুয়া পাথার ।
হামার উত্তর পাড়াত ভর দুপুরে কিসের আহাজারি-
কাত্তি মাইসা মংগা হামার সারা জনম ভরি ।
দুই ধার খায়য়া তিস্তা নদী বছর ভরি কান্দে-
পুটি মাছের লোভে বগা আর পড়েনা ফান্দে ।
আইজ ঘাড়ের গামছায় নাই পিরিতি কাজল ভোমরার-
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

জলপাইতলার চেংরা বন্ধু হইছে জনম দুখি,
ও তার ঘর ছাড়িয়া গারমেন্টস খাটে পরানের লক্ষী ।
সোনায়-রুপায় মেশায় নোলক নাই আর পিন্ধার সখ-
বানিয়া বন্ধুর মন কাড়েনা সোনার কইণ্যার ঢক ।
আইজ রংপুরে আর নাইরে বন্ধু সেই রং-রসের বাহার-
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

প্রধান,সরকার,প্রামানিকের পেট-পকেট আইজ খালি-
রাস্তা-ঘাটে ‘ মফিজ ‘ বলে দেয়ছে সবায় গালি ।
সব হারাইয়া সুখ-ধনের আইজ এমন দুঃখ মনে-
ভোগ-পেয়াসে দিন কাটেয়া ঘোরে স্টেশনে ।
আইজ গলাত নাই সেই ভাউয়াইয়ার টান দিল হইছে আন্ধার –
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

——
কৈফিয়ত : এক সময় আমাদের এই উত্তরবঙ্গে গোলাভরা ধান,পুকুরভরা মাছ এবং গোয়ালভরা গরুর ছড়াছড়ি ছিল ৷ নিধুয়াপাথার (খোলা প্রান্তর ) ছিল সবুজ-শ্যামল ফসলে জড়ানো বিশাল চাদরের আস্তরন ৷ যার বুক চিরে আঁকা-বাকা হয়ে চলে গেছে সিঁথির মতো পথ ৷ সেই পথ দিয়ে সারি সারি চলছে পণ্যবোঝাই কিংবা কোন নায়রি নিয়ে চলা অলস দূপুরে চাকায় অদ্ভুত শব্দ নিয়ে চলা গরুর গাড়ি …!! সাথে গাড়োয়ানের গলাছেড়ে গাওয়া সোদা-মাটির গন্ধভরা ভাওয়াইয়া গান৷ আমাদের চল্লিশ-পঞ্চশের কোটায় যাদের বয়স তারাই এসব প্রত্যক্ষ করেছি ৷ আর এখন ? সবকিছু কেমন যেন উলট-পালট হয়ে গেছে ৷ আধুনিকতা নাকি ভীনদেশী সংস্কৃতির ছোঁয়া এখন গ্রাম-শহরের ভেদাভেদ ছিন্ন করে অন্য এক গ্রামবাংলায় রুপ নিয়েছে ৷ তাইতো আজকের প্রজন্মের বেশীরভাগ পছন্দ ভীনদেশী সংস্কৃতি ৷ কেন এমনটি হচ্ছে ? আকাশ সংস্কৃতির আগ্রাসন নাকি দেশীয় সংস্কৃতির চর্চার অভাব ?হালে সময়ের সাথে কিংবা শিক্ষা / সভ্যতার বিকাশ ও মানূষের জীবন যাত্রার মানোন্নয়নের সাথে সাথে পরিবতর্নের সংস্কৃতি তথা আকাশ সংস্কৃতিও গ্রাস করেছে আমাদের শিকড় সংস্কৃতি কিংবা বলা যায় পড়শি দেশের বহুমাত্রিক সংস্কৃতি আমাদের নুতন প্রজন্মকে শিকড় থেকে ছিনিয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসছে । আমরা পরিবর্তন চাই , সবকিছুর বিকাশও হোক এই গ্লোবাল ভিলেজের সাথে পাল্লা দিয়ে । তবে, দেশীয় সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নয় । কেননা, শিকড় উপড়ানো বৃক্ষ দৃঢ়ভাবে টিকে থাকতে পারেনা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top